কুমিল্লার বার্তা ডেস্ক ● বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার ৮টি উপজেলার দলীয় নেতাকর্মীরা দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিজ নিজ উপজেলা এলাকায় দলীয় নেতাকর্মীরা সমবতে হয়ে দলের চেয়ারপার্সন ও কেন্দ্রীয় নেতাকর্মীদের স্বাগত জানাতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অপর দিকে পাল্টা কর্মসূচি হিসেবে জেলার প্রবেশ মুখ দাউদকান্দিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ উপজেলার ১০/১২টি পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। এতে সংঘর্ষের আশঙ্কায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, শনিবার সড়ক পথে বেগম খালদা জিয়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে জেলার দাউদকান্দি, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা অতিক্রম করবেন। এসময় এসব উপজেলার দলীয় নেতাকর্মী ছাড়াও আশ-পাশের উপজেলা থেকে নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন এবং সংশ্লিষ্ট উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুসারে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেবেন মহাসড়কের পদুয়ার রেলওয়ে ওভারপাস এলাকায়। অপর দিকে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের পক্ষে নেতাকর্মীরা মহাসড়কের আলেখারচর বিশ্বরোড থেকে কোটবাড়ি মোড় পর্যন্ত মহাসড়কে অবস্থান নেয়ার কথা রয়েছে।
এছাড়াও দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে, ইলিয়েটগঞ্জ এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ কাজী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের পক্ষে, চান্দিনায় জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে, দেবিদ্বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে মহাসড়কের দেবিদ্বারের বরাট, বাগুর, আড়িখলা মেইল গেইট, আতাপুর, বুড়িচংয়ের নিমসারে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের পক্ষে।
পদুয়ারবাজার বিশ্বরোড থেকে সুয়াগাজী পর্যন্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ আলহাজ মনিরুল হক চৌধুরীর পক্ষে এবং চৌদ্দগ্রামে বিএনপি নেতা কামরুল হুদার পক্ষে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে শোডাউন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, রায়পুর, ঝিংলাতলী, হাসানপুর, বারপাড়া, পেন্নাই, আমিরাবাদ, বিশ্বরোডসহ আরও কয়েকটি পয়েন্টে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
এ নিয়ে উভয় দলে সংঘর্ষের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী জানান, আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। কর্মসূচিতে কোনো নেতিবাচক কাজ না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।
দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান জানান, আমরা শান্তিপূর্ণভাবে নেত্রীকে স্বাগত জানাবো। আওয়ামী লীগ এসময় কি কর্মসূচি পালন করবে তারাই বলতে পারবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোস্তাক মিয়া জানান, আমরা নেত্রীর পুরো সফর মনিটরিং করবো, নেত্রীকে স্বাগত জানাতে সকল প্রস্তুতিও শেষ। রোহিঙ্গাদের দেখতে নেত্রী কক্সবাজার যাচ্ছেন, তাই আমাদের বিশ্বাস প্রশাসন এ বিষয়ে সকল প্রকার সহাযোগিতা করবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের কোনো শান্তপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করবে না বলে আশা করি। দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, যানবাহন চলাচলের স্বার্থে মহাসড়কের কোথাও দলীয় কর্মসূচি পালনের অনুমতি নেই।
তিনি আরও বলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ মহাসড়কে মানববন্ধন যে কর্মসূচি ঘোষণা দিয়েছে ওই সিদ্ধান্তে তারা এখনও অনঢ় রয়েছে। তাই বিএনপির সঙ্গে তাদের সংঘাত কিংবা মহাসড়কে যানবাহন চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। সূত্রঃ জাগোনিউজ২৪.কম
The post খালেদার সফরে কুমিল্লায় ব্যাপক আয়োজন, পাল্টা কর্মসূচি আ.লীগের appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yXxPef
October 27, 2017 at 08:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন