মুম্বাই, ১৪ অক্টোবর- এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি বাবা-মেয়ে। তবে এবার বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় একটি সিনেমায় দেখা যাবে তাদের। বাবা অনিল কাপুরের পাশাপাশি মেয়ে সোনম কাপুরও এখন বলিউডে পরিচিত মুখ। সিনেমাটির নাম এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ১৯৪২ : অ্যা লাভ স্টোরি সিনেমার একটি গান থেকে এ নামটি নেয়া হয়েছে। সেটিতেও অভিনয় করেন অনিল কাপুর। তার বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। আর সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়ার বোন শেলী চোপড়া। এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আমাদের জন্য খুবই বড় একটি প্রজেক্ট এবং খুবই ভালো যে অনিল আমাদের এতে সহযোগিতা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো অনিল এবং সোনম দুজনই সিনেমাটিতে অভিনয় করবেন। এছাড়া বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক। এটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া আরো রয়েছন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, ভিকি কুশাল, সোনম কাপুর, কারিশমা তান্না প্রমুখ। তথ্যসূত্র: রাইজিংবিডি এআর/১৮:২০/১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ykCKDG
October 15, 2017 at 12:20AM
14 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top