চিলির জাতীয় সংগীত বিভ্রাট, সৌজন্যে ফিফা

কলকাতা, ৯ সেপ্টেম্বরঃ ফুটবলের মক্কা কলকাতা প্রথমবারের জন্য ফিফা বিশ্বকাপের কোনও ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছিল। কিন্তু বল গড়ানোর ঠিক আগেই তৈরি হল সমস্যা। সমস্যা শুরু হয়েছিল চিলির জাতীয় সংগীত নিয়ে।

ফিফার নিয়ানুযায়ী ৯০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে জাতীয় সংগীত। কিন্তু চিলির জাতীয় সংগীতের সময় প্রায় ১২০ সেকন্ডের কাছাকাছি। তাই রবিবার নিয়ম মেনেই ৯০ সেকেন্ড পর মাঠে গান থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গান থামাননি চিলির ফুটবলাররা। মাঠে দাঁড়িয়ে পুরো জাতীয় সংগীতই গেয়ে যান ফুটবলাররা। উল্লেখ্য, এর আগেও ফিফা বিশ্বকাপে এই সমস্যা দেখা গিয়েছিল। ব্রাজিল বিশ্বকাপে স্পেন বনাম চিলি ম্যাচে। এই সমস্যার সমাধান কী ভাবে করা যায়, তা নিয়ে এখন চিন্তিত ফিফা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wI2jgq

October 09, 2017 at 01:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top