ঢাকা, ১৭ অক্টোবর- খান আতাউর রহমানকে রাজাকার মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে চলচ্চিত্র পরিবার। সুজন সখী, এখনো অনেক রাত বা আবার তোরা মানুষ হ খ্যাত নির্মাতা, অভিনেতা, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমান। ১৯ অক্টোবর বেলা ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দুঃখের কিছু কথা বলতে চাই শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে ১৮টি চলচ্চিত্র সংগঠনের সমন্বয়ে তৈরি চলচ্চিত্র পরিবার। সংবাদ সম্মেলনে আবার তোরা মানুষ হ ছবিটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন পরিবার আহ্বায়ক ও ছবিটির অভিনেতা ফারুক। এ বিষয়ে তিনি বলেন, আবার তোরা মানুষ হ ছবিটি আসলেই মুক্তিযুদ্ধের প্রতি নেতিবাচকতা তুলে ধরেছিল কিনা তা আমরা তুলে ধরতে চাই। আর প্রয়াত কিংবদন্তী খান আতাউর রহমান সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা সম্পর্কে চলচ্চিত্র পরিবারের ভাবনা এবং প্রকৃত তথ্য তুলে ধরতে চাই। এ প্রসঙ্গে ফারুক আরও বলেন, দুঃখের কিছু কথা বলতে চাই-শিরোনামে এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে খান আতা সাহেবকে নিয়ে কথা বলা হবে এবং আবার তোরা মানুষ হ ছবিটি প্রদর্শিত হবে। এমনকি ছবিটি নিয়েও আলোচনা হবে। সম্প্রতি নিউইয়র্কের একটি অনুষ্ঠানে খান আতাউর রহমানকে রাজাকার বলে মন্তব্য করেন গেরিলা, একাত্তরের যীশু ছবির নির্মাতা, নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এছাড়াও খান আতাউর রহমান নির্মিত আবার তোরা মানুষ হ ছবিটি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি। সূত্রঃ চ্যানেলআইঅনলাইন আর/০৭:১৪/১৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yuaqAq
October 18, 2017 at 12:12AM
17 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top