কুমিল্লার বার্তা ডেস্ক ● ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে কুমিল্লা জেলার চান্দিনায় অভিযান চালিয়ে তিন মিষ্টি দোকানদারকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার চান্দিনার মাধাইয়া বাজারে অভিযান চালিয়ে ওই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া। এসময় তাকে সহযোগিতা করেন চান্দিনা থানার এস.আই কামরুলসহ তার সঙ্গীয় ফোর্স।
এসময় মিষ্টি দোকানদার আবদুল কাদেরকে ১০ হাজার, সিরাজুল ইসলামকে ১০ হাজার এবং জাকির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, দুপুরে মাধাইয়া বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় মিষ্টি দোকানের মিষ্টির প্যাকেট ওজন দেওয়ার পর দেখা যায় প্রতি প্যাকেটের ওজন ২৬৪ গ্রাম। যাতে ভোক্তাগন প্রতি কেজিতে ওই প্যাকেটের ওজন পরিমাণ কম পান। বিষয়টি ভোক্তাদের সাথে প্রতারণার বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই মিষ্টি দোকানদারদের নগদ ২২ হাজার টাকা জরিমানা করেন এবং জনসম্মুখে মিষ্টির ওই প্যাকেটসমূহ ধ্বংস করেন।
প্যাকেট ধ্বংসকালে একজন সচেতন নাগরিক বলেন, ‘এটি খুবই ভাল উদ্যোগ। প্রতিনিয়তই আমাদের ঠকাচ্ছেন তারা। মিষ্টির প্যাকেটের ওজনই যদি এত বেশি হয় তাহলে আমরা মিষ্টি পাইবা কতটুকু? এটির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশংসার দাবিদার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এ তাদের জরিমানা করা হয়েছে। অপরাধী যেই হউক তাদের ছাড় দেওয়া হবেনা এবং এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে’।
The post কুমিল্লায় মিষ্টির খালি প্যাকেটের ওজন ২৬৪ গ্রাম! appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2z2CFrs
October 23, 2017 at 11:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন