লেবাননে আশফিয়া ক্রিকেট টুর্ণামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

Untitled-1

বাবু সাহা, লেবাননঃ লেবাননে প্রবাসী বাংলাদেশীদের ১৮টি দল নিয়ে অনুষ্ঠিত আশফিয়া ক্রিকেট টুর্ণামেন্ট’ ২০১৭ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।লেবাননের এয়ার পোর্ট সংলগ্ন আল আনসার ক্লাবের মাঠে রোববার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সভাপতি বি.এম নুরুল আমিন এর সভাপতিত্বে ফাইনালে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হুসেন, ইসমাইল চৌঃ আকরাম, মানিক মোল্লা, আবুল বাশার প্রধান, সুফিয়া আক্তার বেবী, আতাউর রহমান, শাহাদাত হোসেন, আক্তার হোসেন পোদ্দার, বিল্লাল শেখ ও পিন্টু ।গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক মিন্টু মাল।

বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাষ্ট্রদূতের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন আশফিয়া ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজক কমিটি।

SDDS

রাষ্ট্রদূত বলেন, লেবাননে বর্তমানে কতিপয় অসাধু বাংলাদেশী দালালদের কারনে সাধারন বাংলাদেশীদের আকামা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।অসাধু দালালরা কোম্পানীর মালিকদের সাথে আঁতাত করে সাধারন বাংলাদেশীদের ক্ষতিগ্রস্থ করছে।যে সব কোম্পানী আকামার নামে আপনাদের কাছ থেকে বিরাট অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, সে সব কোম্পানীর বিরুদ্ধে আপনারা দূতাবাসে অভিযোগ করুন।আমি সে সব কোম্পানী ও অসাধু দালালদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবো।

গ্র্যান্ড ফাইনালে আরো উপস্থিত ছিলেন, আশফিয়া ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজক কমিটির তিন প্রতিষ্ঠাতা মাসুদ পারভেজ নিলয়, আমিন ও উজ্জ্বল গাজী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম.  সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক আবুল হাসেম।

মাঠে আম্পায়ার এর দায়িত্বে ছিলেন, সুমন ও সাইফুল ইসলাম।

ফাইনাল খেলায় ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব ওয়েস্টার্ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।পরে রাষ্ট্রদূত বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব এর খেলোয়ার মারজান ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2y0Lqxq

October 23, 2017 at 11:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top