ভীমরুলের কামড়ে জামালগঞ্জে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা মাইশা আক্তার (২) নামে এক শিশু ভীমরুলের কামড়ে মারা গেছে। মাইশা উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের উদয়পুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকালে মাইশা তার বাড়ির সামনে খেলা করতে যায়। এসময় রাস্তার পাশে আম গাছ থেকে ভীমরুল এসে শিশুটিকে কামড় দেয়। শিশুটির চিৎকারে পাশের বাড়ির হোসেন মিয়ার মেয়ে তামান্না (২২) এসে তাকে উদ্ধার করে। এসময় ভীমরুলের কামড়ে তামান্নাও আক্রান্ত হয়। তাৎক্ষনিকভাবে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মাইশা আক্তার মারা যায়।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিশ্বর চৌধুরী জানান, শিশুটিকে এমনভাবে ভীমরুল কামড়িয়েছে, শরীরের কোন স্থান বাকি ছিল না । সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। ভর্তি করে চিকিৎসার শুরুতেই তার মৃত্যু হয় । অপর আহত তামান্নাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2l9g2M0

October 23, 2017 at 07:18PM
23 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top