মুম্বাই, ০৮ নভেম্বর- সেই ২০১২ সালে দাবাং-২ চলচ্চিত্রে শেষবারের চুলবুল পান্ডে রূপী সালমান খানকে দেখেছিল ভক্তরা। ফলে দাবাং ৩-এর জন্য ভক্তদের অপেক্ষা আর আগ্রহ দুটোই বেড়ে চলেছে। কয়েকদিন আগে ২০১৮ সালের মাঝামাঝি দাবাং-৩ চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা জানিয়েছিলেন আগের দুই খণ্ডের পরিচালক-প্রযোজক আরবাজ খান। যা কিছুটা হলেও ভক্তদের মনে আশা জাগিয়েছে। তবে সালমান ফিরলেও, ফিরছেন না আরবাজ। জুম টিভির খবরে প্রকাশ, প্রযোজনায় থাকলেও পরিচালনা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর জায়গায় দাবাং-৩ চলচ্চিত্রটি পরিচালনা করবেন প্রভুদেবা। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন আরবাজ নিজেই। মুম্বাই মিররকে আরবাজ বলেন, আমরা কয়েক মাস আগেই ঘোষণা করেছিলাম যে প্রভুদেবা ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন এবং এ ব্যাপারে আমরা দেখা করে সব আলোচনা সেরে নিয়েছি। এদিকে অতুল অগ্নিহোত্রীর চলচ্চিত্র ভারত ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন সালমান। যার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০১৮ সালের মাঝামাঝি। তাই একই সঙ্গে দুটি চলচ্চিত্রে অভিনয় করতে হবে সালমানকে। ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে এবারও অভিনয় করতে যাচ্ছেন সোনাক্ষি সিনহা। এ ব্যাপারে সোনাক্ষি বলেন, যদি গল্পে রাজ্য (দাবাংয়ে তাঁর চরিত্রের নাম) চরিত্রটি থাকে, তাহলে সে চরিত্রে আমি অভিনয় করছি। এমনকি গোটা চলচ্চিত্রে যদি রাজ্য চরিত্রটিকে ছবি হিসেবে দেয়ালে টাঙানো হয়, তাহলে সেটা আমার ছবি হবে। দাবাং-এর কারণেই আমি আজকের সোনাক্ষি হয়েছি। আমি সব সময় দাবাং ফ্র্যাঞ্চাইজির পাশে আছি। আমার চলার রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি তাঁর (সালমান) প্রতি কৃতজ্ঞ। আজকে আমি তারকা হয়ে উঠেছি শুধু দাবাংয়ের কারণে এবং সালমান আমার মধ্যে যে বিশ্বাসটা তৈরি করে দিয়েছেন, সে কারণে রাজ্য সব সময় দাবাংয়ের হয়ে থাকবে। এমএ/০৯:৫৫/০৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Aqu9Qp
November 09, 2017 at 04:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top