মুম্বাই, ০১ নভেম্বর- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্বশী রাউতেলার হ্যাকারদের কবলে পড়েছে টুইটার অ্যাকাউন্ট। আর এরপরই অশ্লীল ভাষায় টুইট করা হয়েছে তার অ্যাকাউন্ট থেকে। তবে উর্বশী জানিয়েছেন তার অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। এরপর সেখানে অশ্লীল পোস্ট দেওয়া হয়েছে। সম্প্রতি কাবিল সিনেমায় হাসিনো কা দিওয়ানা গানের মাধ্যমে জনপ্রিয়তা পান ঊর্বশী। হেট স্টোরির চতুর্থ সংস্করণের নায়িকাও তিনি। শোনা গেছে রেস থ্রিতেও বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। মঙ্গলবার নিজের প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করেন নায়িকা। যাতে অশালীন ভাষায় স্ট্যাটাস দেওয়া হয়েছিল। কমেন্টে নায়িকা জানান, কেউ তাঁর প্রোফাইল হ্যাক করে এই সমস্ত ভাষা লিখেছে। এখনও সুরক্ষিত নয় তাঁর প্রোফাইল। কেউ যদি তাঁর ফেসবুক থেকে কোনও বার্তা পান। তখনই যেন সে বিষয়ে নায়িকাকে জানিয়ে দেন। এমন ঘটনার জন্য তিনি দুঃখিত। কারা এমন কাজ করেছে? কেনই বা করেছে? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে এই ঘটনায় বেশ বিপাকে পড়েছেন ঊর্বশী। বিষয়টি কতদূর যেতে পারে তা আপাতত দেখতে চাইছেন তিনি। তারপরই পুলিশে অভিযোগ জানাবেন। তবে নিজের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন তিনি। অ্যাকাউন্টটি এখনই বন্ধ করতে চান না নায়িকা। কারণ এটিই দর্শকদের কাছে যোগাযোগ করার অন্যতম উপায় তাঁর কাছে। নিজের অনুরাগীদের নিরাশ করতে চান না তিনি। তাই নিজের পোস্টের ধারা অব্যাহত রেখেছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/০১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zofYOA
November 02, 2017 at 12:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top