ঢাকা, ০৭ নভেম্বর- বিপিএলের প্রথম ম্যাচে সিলেটের কাছে হেরে যাওয়ার পর এবার দারুণভাবে জ্বলে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তুলে নিল তাদের প্রথম জয়। চিটাগাংকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত এক জয় পেল কুমিল্লা। চিটাগাংয়ের করা ১৪৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই জ্বলে উঠে কুমিল্লা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ও জস বাটলার দারুণ সূচনা করেন। তাদের ব্যাটেই ভর করে জয়ের ভিত রচনা করে কুমিল্লা। লিটন দাস এলবিডাব্লিওর শিকার হয়ে শুভাশীষের বলে ফিরে যাওয়ার আগে করেন ২৩ রান। তারপর মাঠে নেমে দায়িত্বভার গ্রহণ করেন ইমরুল কয়েস। তিনি এবং জস বাটলার মিলে দলকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু বাটলারের আউটে কিছুটা হোঁচট খায় কুমিল্লা। বাটলার অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকার সময় শুভাশীষের শিকার হন। তার ৪৮ রানের ইনিংসে ছিল ৩টি চার ও দুটি ছক্কার মার। ইমরুল কায়েস ৩৩ রান করে অপরাজিত থাকেন। তিনি এই রান করতে খরচ করেন ৩১ বল। একটি চার ও একটি ছয়ের মার ছিল তার এই ইনিংসে। বাটলার আউট হয়ে ফিরে যাওয়ার পর মাঠে নামেন মারলন স্যামুয়েলস। নেমেই বিধ্বংসী রূপ ধারণ করেন তিনি। মাত্র ১৮ বল খেলে করেন ৩৫ রানের ঝলমলে ইনিংস। তার এই ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও একটি ছক্কার মারে।দুটি উইকেট নিয়ে চিটাগাংয়ের সেরা বোলার শুভাশীষ রায়। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে চিটাগাং। কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে দলটি। এরপর মোহাম্মদ নবী বলে ব্যক্তিগত ৪০ রানে সাজঘরে ফিরে যান রঞ্চি। এরপর ক্রিজে আসেন মুনাবিরা। ওপেনার সৌম্যকে ভালোই সাপোর্ট দিচ্ছেলেন তিনি। তবে তিনি বেশি দূর এগুতে পারেননি। ব্যক্তিগত ২১ রানে আউট হয়ে যান। তার আউট হওয়ার কিছুক্ষণই পর সাজঘরে ফিরে যান সৌম্য (৩৮) ও এনামুল হক বিজয় (৩)। কুমিল্লার হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি, ব্রাভো ২টি এবং মোহাম্মদ নবী ও আল-আমিন হোসেন একটি করে উইকেট নেন। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৬:০০/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AoGa8V
November 08, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top