মুম্বাই, ২১ নভেম্বর- কখনো নাকি বয়স জিজ্ঞেস করতে নেই সুন্দরী নারীদের । আর তিনি যদি হন সাবেক মিস ইউনিভার্স তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, বাঙালি কন্যা সুস্মিতা সেনের কথাই বলছি। গত রবিবার ৪২ বছর বয়সে পা রাখলেন সুস্মিতা। তিনি ৪০-এর ঘরে পা রাখলেও, এখনো সে মোহময়ী, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ৪২ বছর বয়সেও তিনি বিয়ের পিঁড়িতে বসেননি। বাঙালি কন্যা সুস্মিতা বিয়ে না করলেও, বয়ফ্রেন্ডের তালিকাটা অনেক লম্বা। আপনি জানেন কি কাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা? ফিল্মবিটের খবর অনুযায়ী, সুস্মিতা নাকি এখন পর্যন্ত মোট ১০টি সম্পর্ক ভেঙ্গেছেন। তার বন্ধুর তালিকায় যেমন অভিনেতা রয়েছেন তেমনি রয়েছেন পরিচালকও। আর খোলামেলা সেই সম্পর্কের জন্যই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন এই বাঙালি কন্যা। সুস্মিতা সেন কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তা দেখে নিন- ১। যতদূর শোনা যায়, বিক্রম ভাট দস্তক-এর শুটিংয়ের সময় সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়ান। সুস্মিতার জন্য ওই সময় বিক্রমের বিয়ে ভেঙ্গে যায়। যা নিয়ে সম্প্রতি মুখও খুলেছেন বিক্রম ভাট। ২। সুস্মিতা সেন মুম্বাইয়ের একাধিক নাইটক্লাবের মালিক হৃত্বিক ভাসিনের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু তা দুই বছর পর হৃত্বিকের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় সুস্মিতার। ৩। একটি রিয়েলিটি শো-এ একই সঙ্গে বিচারকের আসনে বসার পর সুস্মিতার প্রেমে পড়েন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম, এমনটাই শোনা যায়। যদিও সুস্মিতা বার বার দাবি করেছেন, ওয়াসিম ভাল বন্ধু ছাড়া অন্য কিছু নন। ৪. বয়সে অনেক ছোট অভিনেতা রণদীপ হুডার সঙ্গেও এক সময় লিভ ইন করেছেন সুস্মিতা সেন। কর্মা-র শুটিংয়ের সময় ওই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ান সাবেক মিস ইউনিভার্স। ৫. কেরিয়ারের প্রথম দিকে মুদাসসার আজিজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। শোনা যায়, সুস্মিতার বড় মেয়ে রেনে-কে স্নেহ করতেন মুদাসসার। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। ৬। সুস্মিতা সেনের সঙ্গে মানবের সম্পর্ক নিয়েও এক সময় জল্পনা ছড়ায়। কিন্তু, ওই সম্পর্কও এগোয়নি বেশি দূর। ৭। ব্যবসায়ী ইমতিয়াজ খাতরির সঙ্গেও এক সময় সম্পর্ক ছিল সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। ৮। হোটেল ব্যবসায়ী সঞ্জয় নারাং-এর সঙ্গে বলিউড অভিনেত্রীর সম্পর্ক ছিল বলে এক সময় গুঞ্জন ছড়ায়। কিন্তু, বিয়ের প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হননি সুস্মিতা। ফলে সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে তিনি বেরিয়ে আসেন বলে খবর পাওয়া যায়। ৯। বান্টি সচদেব-এর সঙ্গেও সম্পর্ক ছিল বাঙালি কন্যা সুস্মিতার। কিন্তু, সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই বান্টি নাকি নেহা ধুপিয়া এবং দিয়া মির্জার সঙ্গেও ডেটিং শুরু করেন। ১০। সুস্মিতা সেনের হটমেল ডট কম-এর প্রধান সাবির ভাটিয়ার সঙ্গেও নাকি সম্পর্ক ছিল। ওই সময় সাবির ১০.৫ ক্যারেটের একটি হিরের আংটিও সুস্মিতাকে পরিয়েছিলেন বলে শোনা যায়। সূত্র: বিডি২৪লাইভ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iAAHow
November 21, 2017 at 11:35PM
21 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top