মুম্বাই, ০২ নভেম্বর- বলিউডের এসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে তার সদ্য প্রকাশিত আত্মজীবনীতে প্রেম ও দৈহিক সম্পর্কের বিষয়গুলো লিখে বিপাকেই পড়েছেন এ অভিনেতা।কিছুটা ভাটা পড়েছে জনপ্রিয়তাও। ইংরেজিতে আত্মজীবনী লেখাই কাল হয়েছে তার, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। যেহেতু তার হিন্দিই সহজে আসে, ইংরেজিতে তিনি অত চৌকস নন, আমেরিকা প্রবাসী ঋতুপর্ণা চ্যাটার্জি তার হয়ে অনুলিখন করেছিলেন। এখন নওয়াজ হাড়ে হাড়ে বুঝছেন, হিন্দিতে দেওয়া বয়ানের ইংরেজি তর্জমায় শব্দের অর্থই বদলে যায়। নওয়াজ অনুগত শিবিরের তেমনটাই বক্তব্য। তারাই জানাচ্ছেন, নওয়াজ ভেবেছিলেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন, কিন্তু বইটা বাজারে থাকবে। কিন্তু নওয়াজের স্ত্রী অঞ্জলি বলেন, দুঃখপ্রকাশ করাই যথেষ্ট নয়, বইটাও তুলে নেওয়া উচিত। একমাত্র তা হলেই ভুল শোধরানো যাবে। বস্তুত অঞ্জলির পরামর্শেই প্রকাশের সাত দিনের মধ্যেই নিজের ওই বিতর্কিত স্মৃতিকথা অ্যান অর্ডিনারি লাইফ বাজার থেকে তুলে নেন নওয়াজউদ্দিন। তবে আত্মজীবনীতে খোলাখুলি পুরনো সম্পর্কের কথা বলার খেসারত দিতে হচ্ছে নওয়াজকে। এমন সব কথা এখন সামনে চলে আসছে, যা তার ইমেজের পক্ষে ভাল নয়। থিয়েটার অভিনেত্রী সুনীতা রাজওয়ারের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা ফলাও করে বলেছিলেন নওয়াজ। এবার মুখ খুললেন সুনীতা। জানালেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার সময় তাঁদের দুজনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এটা ঠিক। কিন্তু খুব নিচু মনের মানুষ ছিলেন নওয়াজ। যে কারণে সুনীতা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এবং সেই অভিজ্ঞতা তাকে এতটাই আঘাত দিয়েছিল যে তার নিজের মানসিক অবস্থারও অনেক পরিবর্তন ঘটে যায়। অন্যদিকে মিস লাভলি ছবিতে নওয়াজের সহঅভিনেত্রী নীহারিকা সিংএর সঙ্গেও নিজের পরকীয়া প্রেমের কথা সবিস্তারে লিখেছেন নওয়াজ। লিখেছেন শারীরিক ঘনিষ্ঠতার কথাও। প্রাক্তন মিস ইন্ডিয়া নীহারিকা প্রকাশ্যেই সেই নিয়ে ক্ষোভ জানান। তার বক্তব্য, বইটিতে যে বর্ণনা ও কথোপকথন রয়েছে তা শুধু অতিরঞ্জিতই নয়, একজন মহিলাকে ব্যবহার করে তাঁকে প্রকাশ্যে অশ্রদ্ধা করা। এবং তা করা হয়েছে বই বিক্রি বাড়ানোর জন্য। এক আইনজীবী অনুমতি ছাড়া সম্পর্কের কথা লোকসমাজে আনার জন্য জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন। এমএ/০৯:৩৭/০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2A09npO
November 03, 2017 at 03:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top