ঢাকা, ২৯ ডিসেম্বর- বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ২০০৫ সালে মিডিয়ায় আত্মপ্রকাশ করেন দীঘি নামের ছোট্ট এক গুণী শিল্পীর। এরপর ২০০৬ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা কাবুলিওয়ালা। প্রথম ছবিতেই দীঘি পেয়ে যায় শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আরও দুইবার সে এই রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে২০০৮ সালে এক টাকার বউ এবং ২০১০ সালে চাচ্চু আমার চাচ্চু ছবিতে। শিশু থেকে কিশোরী হওয়ার আগেই দীঘি অভিনয় করেছেন ২২টি ছবিতে। এরপরই দীঘি চলে যান বিরতিতে। মনযোগী হয়ে উঠেছে লেখাপড়ায়। কিন্তু না ক্যারিয়ারের যবনিকা টানেনই এই ক্ষুদে গুণী অভিনেত্রী। নতুন খবর হলো সেই দীঘি আবারও আসছে। এবার নিজেকে প্রস্তুত করে ভিন্ন রূপে, ভিন্ন উপস্থাপনায়।জানা গেছে, আর মাত্র দুই বছর। এক বছর পড়ালেখার জন্য আর পরের বছর প্রস্তুতির জন্য। তারপরই এই শিশু শিল্পী বড় পর্দায় ফিরবেন একজন পরিপূর্ণ তারকার অবতারে। প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে স্টামফোর্ড স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ছে। আগামী বছরই তার এসএসসি পরীক্ষা। আপাতত পড়ালেখার বাইরে ভিন্ন কোনো চিন্তা মনের মধ্যে নেই। আরও পড়ুন: বড় ধামাকার আভাস দিলেন ববি পরীক্ষা শেষ করেই দীঘি বড়পর্দার প্রস্তুতি হিসেবে শুরু করবে নাচের তালিম আর শরীরচর্চা। এক বছর নিজেকে প্রস্তুত করে আবারও রঙিন জগতে রং ছড়াতে চায় দীঘি। দীঘির ভাষায়, আমার রক্তে অভিনয় খেলা করে, রক্তের সঙ্গেই মিশে রয়েছে সিনেমা। আগামীর লক্ষ্য যদি বলেন তাহলে অবশ্যই সিনেমাকে বেছে নেব আমি।বাবা সুব্রত এক সময়ের জনপ্রিয় নায়ক, এখনও তিনি অভিনয়ে ব্যস্ত। আর মা মরহুমা দোয়েল রুপালি ফিতার আমলে ছিলেন দেশের অন্যতম সেরা নায়িকা। দুইজন সফল নায়ক আর নায়িকার ঔরসজাত একমাত্র সন্তান, তার অস্থিমজ্জাজুড়েই তো থাকবে অভিনয়-এটাই স্বাভাবিক। আর/১০:১৪/২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zN8RuI
December 30, 2017 at 05:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top