কলকাতা, ০৪ ডিসেম্বর- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ককপিট সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল।। এমনকি নিজে অভিনীত এই ছবির প্রচারণার জন্য ঢাকায় আসছেন নায়ক দেব, এই খবরও জানা যায়। কিন্তু কোন একটা বিলম্বে তা হয়ে ঊঠছে না। মুক্তি পাচ্ছে না ককপিট। কিন্তু গতকাল রোববার বিকেল হুট করে ঘোষণা আসলো ৮ ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে। তবে ছবিটি প্রচারণার জন্য আসছেন দেব। খবরটি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার পাবলিক রিলেশন অফিসার সাকিব সৌখিন বলেন, আমরা ছবিটি এ শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তির সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আমাদের টার্গেট ১০০ হলে মুক্তি দেওয়া। ককপিট ছবিটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব। তার সঙ্গে আরো আছেন কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, বাংলাদেশের নাদের চৌধুরী ও রোশান। বিশেষ চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০২:৩০/০৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zLkpzu
December 04, 2017 at 08:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top