কেপটাউন, ১৮ ডিসেম্বর- দোকানে মালামাল লুটপাটে বাধা দেয়ায় সাউথ আফ্রিকায় জামাল উদ্দিন (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের আবুল খায়ের বেচু মিয়ার ছেলে। জামাল উদ্দিনের মুমু (১১) ও ফারহান (৩) নামের দুটি সন্তান রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের ভাই কামাল উদ্দিন জানান, জামাল উদ্দিন ঢাকায় মুদি ব্যবসায় করতেন। পরে জীবিকার তাড়নায় গত দুই বছর আগে সাউথ আফ্রিকা যান তিনি। সেখানে প্রথমে এক বছর একটি কোম্পানিতে চাকরি ও পরে গত বছর ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় নিজেই একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। আফ্রিকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এসময় একদল নিগ্রো সন্ত্রাসী জামাল উদ্দিনের দোকানে ঢুকে মালামাল ও ক্যাশ থেকে টাকা লুট করছিল। এসময় জামাল তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার মাথায় পিন্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার পর জামাল উদ্দিনের এলাকা ও পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ শুনে জামাল উদ্দিনের বাবা ও স্ত্রী শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। সূত্র: ঢাকাটাইমস আর/১৭:১৪/১৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2D0iI3f
December 19, 2017 at 12:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন