টরন্টো ১৭ ডিসেম্বর- কানাডায় সরকারী চাকুরী পেতে হলে কী করতে হবে? পেশাগত চাকুরী পেতে রেজ্যুমেটা কেমন হওয়া দরকার? জব সার্চে সফল হওয়ার কৌশলগুলো কী কী এসব তথ্য প্রদানের মাধ্যামে টরন্টোতে বিজয় দিবস উদযাপন করেছে বেঙ্গলী ইনফরমেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস)। বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উপলক্ষ্যে টরন্টোর ডেনফার্থস্থ এক্সেস পয়েন্টে ১৬ ডিসেম্বর এক আলোচনা অনুষ্ঠান ও কর্মাশালার আয়োজন করে বায়েস। বায়েসের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়েসের সিনিয়র গ্রুফের সদস্য ফখরুদ্দিন আহমেদ। আসমা আহমেদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আমাদের একটি দেশ দিয়েছে। এমনকি একাত্তরের পনেরই ডিসেম্বর আমরা জানতাম না যে স্বাধীন বাংলাদেশ আমরা পাবো। স্বাধীনতার সে স্বাধ নিয়েই আজ আমরা কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে আসতে পারছি। দেশপ্রেম, শৃঙ্খলাবোধ এবং অপরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিদেশে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি। বাংলাদেশে মুক্তিযুদ্ধে অগনিত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বায়েসের নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন বলেন, আমরা যে যেখানে থাকি না কেন, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরকে সহায়তায় এগিয়ে আসতে হবে। তাহলেই জাতি হিসেবে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। কানাডায় সরকারী-বেসকারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী পেতে হলে কী কী কলা কৌশল অবলম্বন করতে হবে? আবেদনের প্রক্রিয়া এবং জব সার্চের বিভিন্ন ধারনা প্রদান করেন তিনি অংশগ্রহণকারীদের। ইমাম উদ্দিন বলেন, সরকারী অথবা পছন্দনীয় চাকুরী পেতে হলে প্রথমেই ক্যারিয়ারের লক্ষ্য ঠিক করা দরকার। পাশাপাশি জব সার্চ নলেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং গড়ে তোলা, শিক্ষা, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়গুলো মার্কেটেবল রেজ্যুমের মাধ্যমে যথাযথভাবে নিয়োগ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। একই সাথে কারা নিয়োগ করছে সেসম্পর্কে ধারনা অর্জন এবং কিভাবে যোগাযোগ করতে হবে সে সম্পর্কিত কলা কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা একান্তই প্রয়োজন। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেনী ও পেশার একত্রিশজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের প্রায় সবাই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। শিক্ষা, ও কর্ম অভিজ্ঞতায় দক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুখরোচক খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, ফেডারেল গভর্নমেন্টের আর্থিক সহায়তায় সিনিয়রদের নিয়ে বায়েসেরেএকটি প্রজেক্টের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর/১০:১৪/১৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AVwSRP
December 19, 2017 at 04:53AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.