কলকাতা, ২৬ ডিসেম্বর- বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা পার্থ মুখোপাধ্যায় সোমবার ভোররাতে মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর । অক্টোবর থেকেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । নিজের বাড়িতে পড়ে গিয়ে অসুস্থ হলে নভেম্বরে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয় । হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ইণ্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, চিত্ত বসুর মা(১৯৫৮)সিনেমায় অভিনয় দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায় । তারপর একে একে বালিকা বধূ(১৯৬৭), ধন্যি মেয়ে(১৯৭১), অগ্নিশ্বর(১৯৭৫), বাঘবন্দি খেলা(১৯৭৫), আমার পৃথিবী(১৯৮৫)-র মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি । রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে তপন সিংহ পরিচালিত অতিথি চলচ্চিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট প্রসংশা অর্জন করেন । ধন্যি মেয়েছবিতে উত্তম কুমারের ভাই হিসেবে পার্থ মুখোপাধ্যায় অভিনীত বগলা চরিত্রটি বাঙালির খুব কাছের হয়ে ওঠে। পার্থ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর । তার স্ত্রী সংগীত পরিচালক অসীমা মুখোপাধ্যায় । আরও পড়ুন:মুক্তি পেল আমাজনে শুটিং করা প্রথম বাংলা সিনেমা তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন । সূত্র:খবর অনলাইন এমএ/১১:০০/২৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DQdBDh
December 26, 2017 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top