আসাম, ০৪ জানুয়ারি- আসামের জাতীয় নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে এবার আন্দোলনে নামছে তৃণমূল। বৃহস্পতিবার সংসদে আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলীয় সাংসদদের। বিজেপি সব কিছু নিয়ে রাজনীতি করছে। বীরভূমের আমোদপুরের সভা থেকে বুধবার এমনটাই অভিযোগ করেছেন তিনি। আগুন নিয়ে খেলবেন না। বিজেপিকে এমনই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল উৎসবের অনুষ্ঠানের মঞ্চ হলেও, সেখান থেকেই তিনি কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে। কেন্দ্রীয় সাহায্য, ক্ষুদ্র সঞ্চয় নিয়ে সমালোচনা দিয়ে শুরুটা হলেও, পুরো অংশেই ছিল কড়া কেন্দ্র বিরোধিতা বার্তা। আরও পড়ুন:বিশ্বের কন্যাশ্রী আলো ছড়াচ্ছে বাংলার বুকে, কন্যাশ্রীদের জন্য পুরষ্কার ঘোষণা মমতার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আসামে সবাই বাঙালি বিদায় করছে। জাতীয় নাগরিক পঞ্জীকরণের প্রথম খসড়ায় ৭০ শতাংশ বাঙালির নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বাংলা-আসাম সীমানায় গণ্ডগোল হলে তার প্রভাব পুরো বাংলাতেই পড়বে। বাংলার কেউ আসামে থাকলে তাঁকে বুকে করে রাখার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আসামের তালিকা ইস্যুতে বৃহস্পতিবার সংসদে গান্ধী মূর্তির পাদদেশে দলীয় সাংসদদের আন্দোলন করতে নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন:পাখির চোখ পঞ্চায়েত, ৫ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি দিচ্ছেন কল্পতরু মমতা বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে মৃত্যু প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির কাছে আবেদন জানা, রাজ্যের ছেলেদের সঙ্গে এমন করবেন না। তিন তালাক বিরোধী বিল নিয়েও কেন্দ্রের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এই বিলে মহিলাদের বিপদ আরও বেড়ে যাবে। এমএ/০৭:১০/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lRcYSH
January 04, 2018 at 01:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top