নিজস্ব প্রতিনিধি:: সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে র্যাব ভারতীয় পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃতর নাম সুজন মিয়া (৩০)। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের গুটিলা গ্রামের আলা উদ্দিনের ছেলে।
জানা গেছে, র্যাব-৯ সিপিসি ৩ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সাল আহমদের নেতৃত্বে র্যাবের একটি টহল দল সীমান্তবর্তী বারেকটিলায় অস্ত্রের ক্রেতা সেজে আজ বৃহস্পতিবার সন্ধা সোয়া ৭টার দিকে কৌশলে সুজনকে ভারতীয় একটি পিস্তল সহ গ্রেফতার করে।
লে.কমান্ডার ফয়সল আহমেদ জানান, গ্রেফতারকৃত সুজন বিগত কয়েক বছর ধরে মোটরসাইকেল চালক বেশে চাঁনপুরের বারেকটিলাকে সীমান্ত চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করে জাদুকাঁটার নৌ ও বিভিন্ন সড়ক পথে ভারতীয় গবাধিপশু, মাদক , বিড়ির ও অস্ত্রের ব্যবসা করে আসছিলো।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FO65K9
January 18, 2018 at 10:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন