নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি- খেলোয়াড়ি জীবনে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন তিনি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সামলেছিলেন দলের ব্যাটিংয়ের দায়িত্ব। নেতৃত্ব দিয়েছেন ভারতের জাতীয় দলকেও। এ বছর তার হাত ধরেই চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারতীয় যুবারা। এবার দাবী উঠেছে, দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী করার। ভারতীয় যুবাদের বিশ্বকাপ জেতার পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বিভিন্ন অংকের অর্থ পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। আর এখানে বৈষম্য দেখেছিলেন দ্রাবিড়। তার আপত্তিতে কোচসহ সকল কোচিং স্টাফকে ২৫ লাখ ভারতীয় রুপি করে দেয়া হয়। অথচ, কোচ হিসেবে দ্রাবিড়কে ৫০ লাখ রুপি দিতে চেয়েছিল বিসিসিআই। আর কোচিং স্টাফরা পেতেন ২০ লাখ করে। এ মহানুভবতায় মুগ্ধ ভারতীয়রা নিজেদের প্রধানমন্ত্রী হিসেবে দ্রাবিড়কেই ভাবতে শুরু করে দিয়েছেন। টুইটারে এরই মধ্যে রাহুল দ্রাবিড় ফর পিএম নামে একটি ইভেন্টও খুলেছে ভক্তরা। সেখানে বলিউডের গায়ক বিশাল দাদলানি টুইট করেছেন, প্রধানমন্ত্রী পদের জন্য দয়া করে আমরা কি দ্রাবিড়কে নির্বাচিত করতে পারি। আমি জানি কথাটা বোকার মতো শোনায়। কিন্তু এ ধরনের মানুষই ভারতের প্রয়োজন, যিনি অন্যের যত্ন নেবেন। আমরা অন্য যেকোনো কিছু শিখতে পারি কিন্তু শিষ্টাচার ও দয়া ভেতর (হৃদয়) থেকে আসে। এছাড়া ভাভিক নামে আরেক ভক্ত তো বলেই দিয়েছেন, যে দল দ্রাবিড়কে প্রধানমন্ত্রী করবে, তিনি সেই দলকেই ভোট দেবেন। আরেক ভক্তের মতে, দ্রাবিড়ই একমাত্র ব্যক্তি যিনি ভারতকে নেতৃত্ব দিতে পারেন। চেরাগ জৈন নামে এক ভক্তও আজীবনের জন্য দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সূত্র : এনডিটিভি এমএ/ ১২:০০/ ২৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FcYGqi
February 28, 2018 at 06:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন