টরন্টো, ২৬ ফেব্রুয়ারি- আগামী ১ ও ২ সেপ্টেম্বর টরন্টোতে অনুষ্ঠিতব্য বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮-র লোগো উন্মোচন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় ক্যাফে ডি তাজ রেষ্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে একটি সুদৃশ্য কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো উন্মোচন করা হয়। সিলেট আমার অহঙ্কার শ্লোগান সম্বলিত এবং জালালি কবুতরের সমন্বয়ে নান্দনিক এ লোগো দেখে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উচ্ছাস প্রকাশ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রণির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সৈয়দ আফসার, মঈন চৌধুরি, মুজিব হক, লায়েক চৌধুরি, এমরুল ইসলাম, আব্দুল হামিদ, আহমেদ হোসেন লনি, ইন্তেখাব চৌধুরি তুহিন, জুমেল চৌধুরি, ইলিয়াস খান, রিংকু সোম, সুশীতল চৌধুরি, এজাজ চৌধুরি, ফারুক আহমেদ, মানিক চন্দ,রাফিয়া মকবুল প্রমুখ। বক্তারা আসন্ন সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে নানান পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। সভার শুরুতে মাহবুব চৌধুরী রণি তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের রূপরেখা এবং কতিপয় সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। তিনি বলেন, সম্মেলনের তারিখ এবং স্থান ইতিমধ্যে ঘোষণা করা হযেছে। দুই দিনের এ সম্মেলনে দশ হাজার লোকের সমাগম হবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, ইউরোপ, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটিরা অংশগ্রহণ করবেন; সব দেশের জাতীয় সংগীত বাজানো হয়তো সম্ভব হবে না: তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে সম্মেলনে কেবল কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হবে। তিনি বলেন, সম্মেলনের বাজেট ধরা হয়েছে প্রায় দেড় লক্ষ ডলার। এর মধ্যে সংগঠনের সদস্যরা ৫০ হাজার ডলার প্রদান করবেন। বাকি অর্থ আসবে স্পন্সর এবং অন্যান্য সূত্র থেকে। তিনি বলেন, একটি সুন্দর সম্মেলন করতে যা যা প্রয়োজন তা করতে সংগঠনের সদস্যরা বদ্ধপরিকর। ভোরের আলো সম্পাদক খন্দকার আহাদ বলেন, ভেন্যু হিসেবে গ্র্যান্ড প্যালেস চমৎকার। এখানে রয়েছে দুটি অডিটোরিয়াম যেখানে সেমিনার ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। মূল মঞ্চ হবে বাইরে যেখাবে ৩ থেকে ৪ হাজার দর্শক ধারণ সম্পন্ন বিশাল সামিয়ানা টাঙানো হবে। এছাড়া ম্যাক এভিনিউ বন্ধ করে সেখানে থাকবে রকমারি ষ্টল, শিশু-কিশোরদের বিনোদনের উপকরণ এবং অন্যান্য সুবিধাদি। থাকবে সিলেটের ঐতিহ্যবাহী পিঠাপুলির বিশেষ ষ্টল। রাস্তার দুইদিকে হজরত শাহজালাল ও হজরত শাহপরাণের দরগার মূল ফটকের আঙিকে দুইটি তোরণ বানানো হবে। রাস্তার মাঝখানে থাকবে সিলেটের ল্যান্ডমার্ক আলি আমজাদের ঘড়ি ও শ্রীমঙ্গলের চা বাগানের ভাস্কর্যের রেপ্লিকা। তিনি জানান ইতিমধ্যে রাস্তাটি দুইদিনের জন্য বন্ধ করে রাখার জন্য সিটিতে আবেদন করা হয়েছে। দেশে বিদেশে সম্পাদক এবং লিয়াঁজো কমিটির প্রধান নজরুল মিন্টো তাঁর শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, সম্মেলনটি যেন বিশ্বমানের হয়; যারা বাইরে থেকে আসবেন তারা যেন একটা মধুর স্মৃতি নিয়ে ঘরে যেতে পারেন এ বিষয়ে আয়োজকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে তা অভাবনীয়। অবশ্যই এ সম্মেলন সফল হবে এবং একটি উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্মেলনে যা যা থাকছে- শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা, সেমিনার, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শণী, কাব্যজলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে যা থাকবে: সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য সিলেটের ঐতিহ্যবাহী বাউল সংগীত সিলেটের ঐতিহ্যবাহী মালজুড়া গান সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নাচ সিলেটের ঐতিহ্যবাহী বিয়ের গান অংশগ্রহণ করবেন দেশের ও দেশের বাইরে বসবাসরত সিলেটের স্বনামধন্য শিল্পীবৃন্দ। যেসব বিষয় নিয়ে সেমিনার: মুক্তিযুদ্ধে সিলেট ভাষা আন্দোলনে সিলেট সংবাদপত্র ও সাংবাদিকতায় সিলেট শিল্প-সংস্কৃতিতে সিলেট সিলেটের নাগরি লিপি শিল্প-বাণিজ্যে সিলেট পর্যটনে সিলেট সুফি-দরবেশদের পূণ্যভূমি সিলেট বাংলাদেশের উন্নয়নে সিলেটি প্রবাসীদের ভূমিকা এছাড়া কৃতিমান ১০০ সিলেটিদের নিয়ে একটি সচিত্র ম্যাগাজিন বের করা হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ClKxG4
February 27, 2018 at 08:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top