মুম্বাই, ২৬ ফেব্রুয়ারি- বলিউড তারকা টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত বাঘি ছবিটি ছিলো বক্স অফিস হিট। প্রথম কিস্তির সাফল্যের পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিওয়ালা গ্র্যান্ডসন। বাঘি ২ শিরোনামে ছবিটির ট্রেলার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ইউটিউবে। আর তাতেই বাজিমাত করেছে করেছে ছবিটি। ইউটিউবে ট্রেলার প্রকাশের মাত্র ৪ দিনেই ভিডিওটির ভিউয়ার সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে। ছবিটি নিয়ে ভক্তদের আলোচনাও চোখে পড়ার মতোই। একটি শিশু অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সাজানোর হয়েছে ছবিটির অ্যাকশন ধর্মী গল্প। দ্বিতীয় কিস্তিতে নায়ক হিসেবে টাইগার শ্রফ থাকলেও নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটনি। এছাড়াও খল নায়কের চরিত্রে রয়েছেন মনোজ বাজপেয়ি, প্রতিক বাব্বার ও রনদ্বীপ হুদা। আগামী ৩০ মার্চ রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ছবিটি। বাঘি ২ পরিচালনা করেছেন আহমেদ খান ও প্রযোজনায় আছেন সাজিদ নাদিওয়ালা। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oApg2e
February 27, 2018 at 01:04AM
27 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top