ঢাকা, ১৬ ফেব্রুয়ারি- অর্ধনগ্ন হয়ে রাস্তা দিয়ে ছুঁটছেন ইরফান খান। হাতে ব্যাগ, পায়ে জুতো পরে, মুখ ঢেকে দৌঁড়াচ্ছেন ইরফান। কাগজের বাক্স দিয়ে তার মুখ ঢাকা। কিন্তু মুখ ঢেকেই রুদ্ধশ্বাসে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন তিনি। পুলিশের হাত এড়িয়ে, স্থানীয়দের পাশ কাটিয়ে যেন প্রাণপণে দৌঁড়াচ্ছেন ইরফান। কাউকে কোনো কথা না বলেই ছুটে যাচ্ছেন তিনি। অবাক লাগছে শুনে? ইরফান খান ছুটছেন বটে, কিন্তু রিয়েল লাইফে নয়। তার আগামী সিনেমা ব্ল্যাকমেল-এর টিজার মুক্তি পেয়েছে সবে মাত্র। ওই সিনেমার টিজারেই ইরফান খান-কে দেখা যাচ্ছে ছুটতে। টিজারে দেখা যাচ্ছে, কারও কোনও কথা না শুনেই রাস্তা দিয়ে রুদ্ধশ্বাসে যখন ইরফান খান ছুটে যাচ্ছেন, সেই সময় তার পিছনে যেন তেড়ে যায় পুলিশ এবং স্থানীয়রা। শুরু হয় চিত্কারও। কিন্তু, কোনো কিছুকে তোয়াক্কা না করেই যেন ছুটে যান ইরফান। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/১৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2obUCfh
February 17, 2018 at 12:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top