কক্সবাজার, ২৮ মে- কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ নিয়ে হাজির হলেন সঙ্গীত তারকা আঁখি আলমগীর। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সোমবার এই তথ্য জানান তিনি। আঁখি আলমগীর বলেন, রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম রিলিফ বিতরনের জন্যে। সোমবার সকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হাজির হন এই তারকা। আঁখি আলমগীর জানান, গত ১৩ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক কনসার্টের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সেখানে এক লাখ ১১ হাজার পাউন্ড অর্থ সংগৃহীত হয়। কনসার্ট আয়োজন করে ইকবাল ব্রস ফাউন্ডেশন। আঁখি আলমগীর বলেন, সেই কনসার্টে আমি পারফর্ম করেছি। আমাদের সংগৃহীত অর্থ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে এসেছি। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হবে। সবার কাছে দোয়া চাই। এদিকে আঁখি আলমগীরের এমন মহৎ উদ্যোগকে প্রশংসা করছেন অনেকেই। সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল সবার উদ্দেশ্যে ফেসবুকে লিখেন, শোবিজের মানুষেরা ভিনদেশে গান গেয়ে টাকা এনে প্রায়ই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অন্য সব নেগেটিভ খবরের ভিড়ে এই ভালো কাজগুলোকে যদি সবাই উৎসাহ দিতেন। খুবই ভালো হতো। এছাড়া শফিক তুহিন, লুৎফর হাসানসহ অনেকেই আঁখি আলমগীরের এই কাজের জন্য ফেসবুকে শুভকামনা জানিয়েছেন। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ০২:০০/ ২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IQRuCV
May 28, 2018 at 08:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন