ঢাকা, ০৭ মে- সম্প্রতি কিছু গণমাধ্যমে রাজীবের খালার বরাত দিয়ে কিছু সবাদ প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে অনন্ত জলিলের কাছ থেকে রাজীবের ছোট দুই ভাইয়ের জন্য প্রত্যাশিত সাহায্য মেলেনি। সেখানে রাজীবের খালা আরও বলেন, অনন্ত জলিলের ঘোষণার পর তারা তার সঙ্গে যোগাযোগ করে দেখা করেছেন। কিন্তু তাদের ১০ হাজার টাকা দিয়ে বিদায় করা হয়েছে। এ বিষয়ে অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, আমার লোক রাজীবের ছোট দুই ভাই, খালা ও মামাকে খুঁজে বের করে আমার অফিসে নিয়ে আসে। আমি পত্রিকার মাধ্যমে জানতে পারি, রাজীবের মৃত্যুর পর ওর ছোট দুই ভাইয়ের আর কেউ নেই। তাই তাদের দায়িত্ব নিতে চেয়েছি। এ জন্য আমি আমার ফ্যাক্টরির কাছাকাছি একটি ভালো মাদ্রাসায় তাদের ভর্তির জন্য কথাও বলেছি। তাদের থাকার জায়গার ব্যবস্থা করেছি। তারা যেন আমার সঙ্গে প্রতি সপ্তাহে একবার দেখা করতে পারে সেই কথাও বলেছি। কিন্তু ওরা আমার অফিসে আসার পর দেখলাম, ওদের সঙ্গে আপন মামা-খালা রয়েছেন। তারা রাজীবের দুই ভাইকে বর্তমানে যেখানে আছে, সেখানে রেখেই পড়াশোনা করাতে চান। তাই আমিও ভাবলাম, আপন কোনো মানুষের কাছাকাছি থাকলে তারাও হয়তো ভালো থাকবে। মানসিকভাবে শান্তি পাবে। তাই তাদের শর্ত মেনে যেখানে আছে সেখানেই পড়াশোনা ও ভরণপোষণের দায়িত্ব নিলাম। অনন্ত জলিল আরও বলেন, সেদিন আমার অফিসের কর্মকর্তা মুফতি রুহুল আমিন। তাদের সামনে ডেকে সব দায়িত্ব বুঝিয়ে দিলাম। মুফতি সাহেবকে মাদ্রাসায় গিয়ে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে সব দায়িত্ব মাদ্রাসার প্রিন্সিপালকে বুঝিয়ে দিতে বলেছি। আমার লোকজন সেটি করেছেও। ওইদিন আমার অফিস থেকে বের হওয়ার সময় আমি এমনিতেই ছেলে দুটির জন্য কিছু কিনে দিতে ১০ হাজার টাকা দিয়েছি। যদিও আলোচনা চলাকালীন রাজীবের খালা আমাকে বলেছিল ছেলে দুটিকে তাদের তত্বাবধানে আলাদা বাসায় রাখতে চান। কিন্তু তাতে আমি রাজি হইনি। কারণ ওরা আগে থেকেই মাদ্রাসার হোস্টেলে থাকত। হোস্টেলে ছাত্রদের পড়াশোনার বিষয়ে শিক্ষকরা নিয়মিত খোঁজখবর নেন। সেখানে থাকলে লেখাপড়াও ভালো হবে। তাই বাসায় রাখার পক্ষে আমি ছিলাম না। তা ছাড়া আমি তাদের সব দায়িত্ব নিব বলেছি, কিন্তু তার খালা কিংবা মামাদের কোনো টাকা-পয়সা দেব সেটি বলিনি। এমনকি তদের এমন কোন প্রতিশ্রুতিও দেইনি।আমার কথা অনুযায়ী রাজীবের ভাইদের দায়িত্ব নিয়েছি। আমার দায়িত্ব নেয়ার পরও শুনেছি ছেলে দুটিকে নিয়ে তার খালা ও মামা আরও অন্যান্য জায়গায় যাচ্ছেন সাহায্যের জন্য। তাতেও আমি নিষেধ করিনি। বরং এটিও বলেছি, আমি তো সম্পূর্ণ দায়িত্ব নিলাম, তার পরও যদি কেউ তাদের নগদ সাহায্য করতে চায় তা হলে দুই ছেলের নামে দুটো ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে জমা করে রাখতে। ভবিষ্যতে তাদের কাজে লাগবে। এসব কিছুর পরও তারা কেন অভিযোগ করছেন সেটি বোধগম্য নয়। প্রসঙ্গত,রাজধানীতে দুই বাসের চাপায় প্রথমে হাত ও পরে প্রাণ হারানো কলেজছাত্র রাজীবের ছোট দুই ভাইয়ের পড়াশোনা এবং ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল। গত ২২ এপ্রিল তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এজেআই গ্রুপের কার্যালয়ে রাজীবের খালা জাহানারা বেগম এবং মামা জাহিদুল ইসলামের উপস্থিতিতে তার ছোট দুই ভাই মেহেদি ও আবদুল্লাহকে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন তিনি। এমএ/ ০৩:২২/ ০৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K0fIq6
May 07, 2018 at 09:32PM
07 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top