রাধিকা আপ্তে, শ্রুতি হাসান, পার্বতীর মতো দক্ষিণী অভিনেত্রীরা কাস্টিং কাউচ নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁদেরও অভিনয়ের জন্য দেয়া হয়েছিল অনৈতিক প্রস্তাব। সেসবই জানালেন তাঁরা- রাধিকা আপ্তে বলিউডে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন রাধিকা। তাঁর ফিল্ম ক্যারিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ছবি দিয়ে। এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছিলেন, একজন দক্ষিণী অভিনেতা রাধিকাকে ফোন করে তাঁর ঘরে ডেকেছিলেন। কিন্তু, রাধিকা সেই প্রস্তাব প্রত্যাখান করেন। পরে রাধিকার সঙ্গে এ নিয়ে ওই অভিনেতার বচসাও হয়। শুধু তাই নয়, রাধিকা আরও বলেছিলেন, একব্যক্তির সঙ্গে সহবাসের প্রস্তাব দেওয়া হয়েছিল রাধিকাকে। সে প্রস্তাব মেনে নিলে রাধিকাকে বলিউডে কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। শ্রুতি হাসান এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে শ্রুতি নিজের অভিজ্ঞতার কথা জানান। শ্রুতি বলেন, ১৮ বছর বয়সে এক তামিল প্রযোজকের কাছ থেকে অশ্লীল প্রস্তাব পেতে হয়েছিল তাঁকে। একটি কন্নড় ছবির রিমেকের জন্যই তাঁকে এই প্রস্তাব দেন ওই প্রযোজক। এমনকী ছবির চারজন প্রযোজকের কাছ থেকে এই একই প্রস্তাব পেয়েছিলেন শ্রুতি। আরও পড়ুন: সালমান বহুবার আমার গায়ে হাত দিয়েছে: ঐশ্বরিয়া পার্বতী মালায়লাম ছবিতে নারীদের ভুলভাবে দেখানো নিয়ে প্রতিবাদ করেছিলেন পার্বতী। তিনিও কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন বলে জানিয়েছিলেন। তিনি সরাসরি বলেছিলেন, মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে। পার্বতী বলেছিলেন, আমি বুঝি না কেন এই বিষয়টা সবাইকে অবাক করে। কারণ, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই কাস্টিং কাউচ আছে। যদিও আমাকে তামিল বা তেলেগু ইন্ডাস্ট্রিতে কোনওদিনও এমন কিছুর মুখোমুখি হতে হয়নি। তবে মালায়লাম ইন্ডাস্ট্রিতে হয়েছে। তথ্যসূত্র: কালের কণ্ঠ আরএস/০৯:০০/ ০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Hv3fJF
June 08, 2018 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top