কলকাতা, ২৭ জুন- কলকাতার বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজেকে নতুনভাবে ভেঙেছেন বিভিন্ন সিনেমায়। এখনও নতুন নতুন ছবিতে ভিন্ন আঙ্গিকে হাজির হচ্ছেন তিনি। তবে কিছু বিষয় নিয়ে বেশ বিরক্ত এই নায়িকা। কখনও নিজের নাম গুগল করেছেন কি? এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমকে স্বস্তিকা বলেন, নিজেকে গুগল করা অদ্ভুত অভ্যেস। আমি তো আগে কখনও করিনি। করে দেখা যাক, লোকে কি নিয়ে ইন্ডারেস্টেড। এরপর স্বস্তিকা গুগলে নিজের নাম টাইপ করে দেখলেন, হট সিন, হট অ্যান্ড সেক্সি, সেনসেশনাল সিনস্ নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে। তা দেখে নায়িকা বেশ বিরক্তি প্রকাশ করেন। স্বস্তিকা বলেন, এতো ভালো কাজ করলাম, তা নিয়ে কারও মাথাব্যথা নেই। এসব নিয়ে যে লোকে কিউরিয়াস আমি শুনতে পাই। স্বস্তিকার হাইট, ওয়েট, এজ, বয়ফ্রেন্ড নিয়েও দর্শকের কৌতূহল রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ওয়েট নিয়ে এতো কিউরিসিটি কেন? ওয়েট তো ফ্লাকচুয়েট করতেই পারে। এছাড়াও সবচেয়ে বেশি তিনি চটে যান, স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড দেখে। নায়িকার ভাষ্য, এগুলো কারা বানায়, এটা আমি নই। গুগল করে নিজের সম্পর্কে কী কী দর্শক জানতে চান তা দেখে স্বস্তিকা বলেন, কোন ছবিতে কাকে চুমু খেয়েছি, ব্রোকেন রিলেশনশিপ, জোড়া লাগা রিলেশনশিপ নিয়ে লোকের ইন্টারেস্ট আছে। অথচ কী ভালো কাজ করলাম তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। সূত্র: আরটিভ অনলাইন আর/১৭:১৪/২৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IvK2rE
June 28, 2018 at 01:00AM
27 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top