ঢাকা, ০১ আগস্ট- নায়করাজ রাজ্জাক প্রয়াণের এক বছর অতিক্রম হতে চললো। ঢাকাই সিনেমার এ প্রাণপুরুষের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার জীবন ও কর্ম নিয়ে বায়োপিক নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলাদেশের কিংবদন্তি এ চলচ্চিত্র অভিনেতাকে নিয়ে নির্মিত এটিই প্রথম বায়োপিক। ৯০ মিনিট ব্যাপ্তির রাজাধিরাজ রাজ্জাক শিরোনামের এই বায়োপিকটি চ্যানেল আই প্রচার করবে আগামী ১৭ অগাস্ট। চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই এই বায়োপিকটি নির্মাণে হাত দেন শাইখ সিরাজ। রাজ্জাকের দীর্ঘ সাক্ষাৎকারের পাশাপাশি তার কলকাতায় বেড়ে ওঠা, সেই বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান বায়োপিকটিতে সংযোজন করেছেন শাইখ সিরাজ। এ ছাড়াও এতে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন সুচন্দা, কবরী, ববিতার মতো তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা। ১৭ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে রাজাধিরাজ রাজ্জাক। চ্যানেল আইতে প্রচারের পাশাপাশি এটি শিগগিরই প্রদর্শিত হবে বড়পর্দায়ও। এটি সংরক্ষিত থাকবে জাতীয় চলচ্চিত্র সংগ্রহশালায়। সূত্র: বিডিনিউজ২৪ আর/১২:১৪/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vpbxyr
August 01, 2018 at 06:16AM
01 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top