চট্রগ্রাম, ২৪ অক্টোবর- জিম্বাবুয়ের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়েন তারা। এরপর ফিফটি তুলে নেন দুই ওপেনারই। দারুণ ব্যাট করা লিটন সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু রাজার বলে আউট হয়ে ফিরলেন তিনি। তার আউটের পর ক্রিজে এসেছেন ফজলে রাব্বি। সর্বশেষ খবর পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। শুরুর ১০ ওভারে দুই ওপেনার তুলে ফেলেন ৫০ রান। এরপর দলের রান বাড়িয় নেন তারা। প্রথমে দারুণ এক ফিফটি তুলে নেন লিটন দাস। এরপর ফিফটি পান আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কায়েস। দেশের হয়ে ওপেনিংয়ে পঞ্চম সর্বোচ্চ জুটি গড়েন তারা। এরপর ৭৭ বলে ১২ চার ও এক ছক্কায় ব্যক্তিগত ৮৩ রানে ক্যাচ দিয়ে আউট হন লিটন দাস। তবে ৫৯ রানে ক্রিজে আছেন ইমরুল কায়েস। এর আগে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ৭৫ রানের দারুণ এক ইনংস খেলেন। এছাড়া সিকান্দার রাজা ৪৯ এবং শেন উইলিয়ামসন করেন ৪৭ রান করে ফেরেন। ভালো খেলতে থাকা জিম্বাবুয়ে শেষ ৪ ওভার হাতে ৪ উইকেট রেখেও করতে পারে মোটে ১৭ রান। বাংলাদেশের হয়ে এ ম্যাচে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মেহেদি মিরাজ এবং মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন। বাংলাদেশ এ ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে। এক পরিবর্তন নিয়ে মাঠে নামে জিম্বাবুয়ে। তাদের দলে ফিরেছেন এলটন চিগুমবুরা। চট্টগ্রামে শিশির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া চট্টগ্রামে সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জিতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বল করার সিদ্ধান্ত নেন। ব্যাটিং উইকেট হিসেবে সমাদর পাওয়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই রান টাইগারদের হাতের নাগালে আছে বলতে হবে। সূত্র: সমকাল এমএ/ ০৮:৪৪/ ২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2z1qby1
October 25, 2018 at 03:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top