বাজি পোড়ানোর সময় অবশ্যই অবলম্বন করুন এই সাবধানতাগুলি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আলোর উত্‍সব দীপাবলির দিনগুলিকে আরও আলোকময় করে তোলে আতসবাজির রোশনাই। কিন্তু অসাবধানতার বশে যাতে সব আনন্দ মাটি না হয়ে যায় তার জন্য বাজি পোড়ানোর সময় কিছু সতর্কতা সকলকেই মেনে চলা উচিৎ। তাই বাজি পোড়ানোর সময় মেনে চলুন এই জরুরি সতর্কতাগুলিঃ

-বাজি পোড়ানোর সময় চেষ্টা করুন সুতির জামাকাপড় পড়তে।

-বাজির ধোঁয়ায় থাকে প্রচুর কার্বন মনোক্সাইড। যার ফলে অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। সেক্ষেত্রে দেরি না করে কোনও খোলা জায়গায় চলে যান, যেখানে মুক্ত হাওয়া পাবেন।

-প্রাথমিক সাবধানতা হিসেবে কাছাকাছি ঠান্ডা জল এবং বরফের বন্দোবস্ত রাখুন।

-চোখে অনেক সময় বাজির ফুলকি ঢুকে যেতে পারে। সেরকম হলে ঠান্ডা জলের ঝাপটা দিন। কিন্তু, এই আবস্থায় কখনই চোখ ঘষবেন না।

-বাজি পোড়াতে গিয়ে শরীরের কোনও অংশে পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে প্রচুর পরিমাণে ঠান্ডা জল দিন। পারলে বরফ জল দিন। কিন্তু ক্ষতস্থানে সরাসরি বরফ দেবেন না।

-হাতের কাছে রাখুন সিলভার সালফা ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম। অল্প পুড়লে কিছু ক্ষণ ক্ষতস্থানে ঠান্ডা জল দেওয়ার পর এই মলম লাগিয়ে নিন।

-বেশি পুড়ে গেলে অকারণ আতঙ্কিত না হয়ে তাড়াতাড়ি যোগাযোগ করুন স্থানীয় চিকিৎসকের সঙ্গে। যত দ্রুত পোড়ার চিকিৎসা শুরু হবে তত দ্রুত নিরাময় পাওয়া যাবে।

-সামঞ্জস্য রেখে আনন্দ করুন। আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়, সেদিকে যথাযথ নজর রাখুন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FatE3s

November 07, 2018 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top