সিলেট, ০৩ নভেম্বর- ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের প্রস্তুতিটাও ভালো হয়নি জিম্বাবুয়ের। বৃষ্টির কারণে সে অর্থে প্রস্তুতি নিতেই পারেনি তারা। তবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে খেলার অভিজ্ঞতা আছে দলটির। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নিজেদের দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করছে তারা। একটা সময় বাংলাদেশের বিপক্ষে দাপট দেখালেও ক্রমেই বদলে গেছে দৃশ্যপট। এখন জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামে বাংলাদেশ। টেস্টে জিম্বাবুয়ের জন্য মূল চ্যালেঞ্জ স্বাগতিক দলের স্পিন ঝড় সামলানো। তবে এ ঝড় সামলাতে নিজেরা প্রস্তুত বলে জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা, আমাদের প্রস্তুতি সন্তোষজনক হয়নি। বেশির ভাগ খেলাই বৃষ্টিতে ভেসে গেছে। কিন্তু আমরা শেষ দিনে ৫০ ওভার ফিল্ডিং করতে পেরেছি। টেস্ট ম্যাচের জন্য আমরা মাত্র একটি প্র্যাকটিস সেশন পেয়েছি। এটা দিয়ে ছেলেরা সর্বোচ্চ প্রস্তুতিটা নেয়ার চেষ্টা করছে। এদিকে ঘরের মাঠে বরাবরই ভয়ঙ্কর বাংলাদেশের স্পিনাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনে বরাবরই প্রতিপক্ষ ঘায়েল করতে অভ্যস্ত বাংলাদেশ। বাঁহাতি স্পিন সামলাতে এবার কী প্রস্তুতি নিয়ে এসেছেন জানতে চাইলে মাসাকাদজা বলেন, আমি মনে করি এ মুহূর্তে তাদের বাঁহাতি স্পিনার কম আছে। এ বিভাগটা বাংলাদেশের শক্তি। এখানে আসার আগে আমরা স্পিন নিয়ে কাজ করেছি। বিশেষ করে অনুশীলনে বাঁহাতি স্পিনারদের নিয়ে কাজ করেছি, যা এখানে আমাদের স্পিন সামলাতে সাহায্য করবে। টেস্ট ক্রিকেটে বরাবরই অনিয়মিত জিম্বাবুয়ে। অনেকদিন পরপর এ ফরম্যাটে খেলার সুযোগ পেয়ে থাকে তারা। এটা নিয়েও আক্ষেপ শোনা গেল মাসাকাদজার কণ্ঠে, আমরা আরো অনেক টেস্ট ক্রিকেট খেলতে চায় কিন্তু আমরা পারি না। আমরা টেস্ট খেলার সুযোগ খুবই কম পাই। তাই যতটুকু সুযোগ আসে তা দুই হাতে কাজে লাগাতে হবে এবং খেলতে হবে নিজেদের সেরাটা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে জিম্বাবুয়ে। দুপক্ষের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো বলেই জানালেন সফরকারী অধিনায়ক, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং তারা তরুণদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করার ও সহযোগিতার চেষ্টা করছে। এমইউ/০৯:২৫/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F112cW
November 03, 2018 at 03:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন