লেবানন থেকে বাবু সাহাঃ লেবাননের সাঈদা জেলার জামে সুহাতা এলাকায় একটি পেট্রোল পাম্পের কম্প্রেসার মেশিনে শরীরের চাঁদর জড়িয়ে মোঃ মাসুদ কাজী(৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে।৮ ডিসেম্বর সকাল ৮:০০ ঘটিকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।বর্তমানে তাঁর মৃতদেহ স্থানীয় হাসাপাতালের মর্গে রাখা আছে।
সাঈদা থেকে নিহত মোঃ মাসুদ কাজীর বড় ভাই মুসলিম কাজী জানায়, তারা ৩ ভাই একসাথে একটি মসজিদে কাজ করত।নিহত মাসুদ কাজী মসজিদের কাজের পাশাপাশি পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্পেও দৈনিক কয়েক ঘন্টা কাজ করতো।ঘটনার দিন সকালে পেট্রোল পাম্পের কম্প্রেসার মেশিনে সমস্যা দেখা দিলে সে এটা মেরামত করতে গেলে তাঁর নিজের শরীরের চাঁদর মেশিনে জড়িয়ে গেলে শ্বাসরোধে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পরে পুলিশ এসে লাশ হাসপাতালে নিয়ে যায়।তাঁর বড় ভাই আরো জানায়, দীর্ঘ ৪ বছর আগে সে লেবাননে আসে এবং বৈধ ভাবে এখানে কাজ করছিল।বাংলাদেশের ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ আলী হোসেন কাজীর ৪ সন্তানের মধ্যে সে ছিল সবা্র ছোট।তাঁর পরিবারে স্ত্রী সহ ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।এদিকে নিহতের পরিবারে মৃত্যু সংবাদ পৌঁছলে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।তাঁর বাবা বৈরুত দূতাবাসের কাছে আকূল আবেদন জানিয়েছে, যেন সন্তানের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হয়।এদিকে দি গ্লোবাল নিউজ২৪.কম এর পক্ষ থেকে বৈরুত দূতাবাসের সাথে যোগাযোগ করলে জানায়, যেহেতু মাসুদ এখানে বৈধ ছিল, সেহেতু অতি অল্প সময়ের মধ্যেই মৃতদেহ দেশে পরিবারের নিকট ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হবে।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2zNDMdg
December 09, 2018 at 01:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.