নয়া দিল্লী, ২৫ ডিসেম্বর- চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে সালমান আলীর পরিবার। ভারতের হরিয়ানার ছেলে সালমান আলী ইন্ডিয়ান আইডল ১০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি ও একটি নতুন গাড়ি। এবার জানা গেল, সালমান আলী ও তাঁর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁরা যে ঘরে থাকেন, তাতে সেভাবে কোনো চাল নেই। পুরস্কারের অর্থ দিয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চান এবারের ইন্ডিয়ান আইডল। পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে চান। শুরুতেই ঘরের চাল দেবেন, যাতে বৃষ্টি এলে আর তাঁদের ঘরের ভেতরে ভিজতে না হয়, কিংবা শীতের রাতে আর যেন কুয়াশা ঘরের ভেতরে ঢুকতে না পারে। নানা কারণে তাঁদের ঋণ নিতে হয়েছিল। এবার সেই ঋণও পরিশোধ করবেন। আরও জানালেন, কখনো যদি তেমন সুযোগ পান, তাহলে দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। কিছুদিন আগেও বিয়েবাড়িতে গান গেয়ে যে অর্থ পেয়েছেন, তাই দিয়ে কোনোমতে বেঁচেছিলেন সালমান আলী ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তা দিয়ে বাড়ি সংস্কার করার কোনো সুযোগ ছিল না। আর/১২:১৪/২৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ENuFO3
December 26, 2018 at 06:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন