ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের বোর্নমাউথের বিপক্ষে মাঠে নেমেছিল লিভারপুল। শনিবার (৮ ডিসেম্বর) এই ম্যাচের দুর্দান্ত খেলে হ্যাটট্রিক তুলে নিয়েছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। আর তাতেই ৪-০ গোলের বড় জয় পেয়েছে কোচ ইয়ুর্গেন ক্লপের ছাত্ররা। ঘরের মাঠে এই ম্যাচে লিভারপুলের বিপক্ষে তেমন কোনো আক্রমণ করতে পারেনি বোর্নমাউথ। বরং ম্যাচে ভুল করে আত্মঘাতি গোল করে বসেন ইংলিশ ডিফেন্ডার স্টিভ কুক। প্রথমার্ধের শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় লিভারপুল। ম্যাচের ২৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রবের্তো ফিরমিনোর জোরালো শট ঠেকান স্বাগতিক গোলরক্ষক। তবে গোলরক্ষকের ভুলে সেই বল চলে যায় ডি-বক্সে থাকা সালাহর কাছে। বল পেয়েই বাঁ পায়ের দারুণ শটে গোল করেন মিশরীয় তারকা। সালাহর এই গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণ চালায় অলরেডরা। তাতেই ম্যাচের ৪৮ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান সালাহ (২-০)। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্স কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই স্ট্রাইকার। এরপর ব্যবধান কমাতে লড়তে থাকে বোর্নমাউথ। তবে ম্যাচের ৬৮ মিনিটে স্টিভ কুকের আত্মঘাতী গোলে উল্টো ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-০ তে। ডি-বক্সের বাঁ দিক থেকে ডি-বক্সের দিকে জোরালো এক শট খেলেন অ্যান্ডি রবার্টসন। তবে সেই শট ঠেকাতে গিয়ে উল্টো কুকের পায়ে বল লেগে জালে গিয়ে জড়ায়। এরপর ম্যাচের ৭৭ মিনিটে দারুণ নৈপুণ্যে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সালাহ। ডি-বক্সের বাইরে বল পেয়ে দৌড়ে এসে বক্সে প্রবেশ করেন মিশরীয় তারকা। প্রথমবার গোলরক্ষককে কাটিয়ে এগিয়ে গিয়েও শট নেননি। এরপর ডিফেন্সে থাকা বোর্নমাউথের খেলোয়াড়কে কাটিয়ে বল নিতেই আবারো সামনে আসে গোলরক্ষক। এবারও গোলরক্ষককে কাটিয়ে দারুণ শটে জালে বল জড়ান সালাহ (৪-০)। এ নিয়ে চলতি ম্যাচে ১০টি গোল আছে সালাহর ঝুলিতে। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। এ নিয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। আর ১ ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে বোর্নমাউথ। সূত্র: সারাবাংলা আর/১২:১৪/০৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zRM83w
December 09, 2018 at 05:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top