নিম্নমানের কাজ, রাস্তা তৈরি আটকে দিলেন বাসিন্দারা

ক্রান্তি, ৬ জানুয়ারিঃ নিম্নমানের কাজের অভিযোগে রাস্তা তৈরির কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তেপোতা মোড়ের ঘটনা। বাংলা গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তার কাজ শুরু হয়েছে। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা।

বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির কাজ সঠিকভাবে করছে না ঠিকাদারি সংস্থা। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তাই এদিন রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঠিকাদারি সংস্থার কর্মী অনন্ত রায়।

ইঞ্জিনিয়ার অঞ্জন দে বলেন, ‘এভাবে কাজ বন্ধ না করে গ্রামবাসীরা আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেত।’ মাল পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন রায় বলেন, ‘এভাবে কেউ কাজ বন্ধ করতে পারেন না। কাজের মান কেমন তা দেখার দায়িত্ব ইঞ্জিনিয়ারের। প্রয়োজনে তাঁর সঙ্গে আলোচনা করা দরকার। রাস্তার কাজ যাতে দ্রুত শুরু হয় সে ব্যাপারে সদর্থক ভূমিকা নেওয়া হবে।’

সংবাদদাতাঃ কৌশিক দাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2FbdTsj

January 06, 2019 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top