ঢাকা, ০৬ জানুয়ারি- খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম (৯১) আর নেই। শনিবার দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ইফতেখারুল আলম বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ইফতেখারুল আলম চলচ্চিত্র জগতের মানুষদের কাছে ইফতেখারুল আলম কিসলু নামে পরিচিত। তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের ফুফা। আহমেদ শরীফ জানান, আজ রবিবার বাদ জোহর গুলশান ২- এ অবস্থিত আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে ফুফাকে সমাহিত করা হবে। ১৯৬৪ সালে জহির রায়হানের পরিচালনায় তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন ছবি সঙ্গম নির্মিত ইফতেখারুল আলমর প্রযোজনায়। ষাটের দশক থেকেই নামি দামি পরিচালক ও তারকা শিল্পীরা তার প্রযোজনায় কাজ করেছেন। ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম ছবি বেহুলাও নির্মিত হয় তার প্রযোজনায়। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ওরা ১১ জনও নির্মিত হয় তার প্রযোজনায়। এছাড়া তিনি আনোয়ারা, আলিবাবা ও দুই পয়সার আলতা, সংসারর মতো অসংখ্য জনপ্রিয় ছবি প্রযোজনা করেছেন। এমইউ/০৫:৫০/০৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SGp1QP
January 06, 2019 at 11:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top