২০১৯ সালের শুরুটা বেশ ভালই হয়েছে বলিউডের। পর পর মুক্তি পেয়েছে বেশ কয়েকটি ছবি। সিম্বা ইতিমধ্যেই ২০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে। ট্রেলর মুক্তি পেয়েছে গাল্লি বয়-এর। দেখে নেওয়া যাক, ২০১৯ সালে কোন কোন ছবি নিয়ে আশাবাদী বলিউড। অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: অনুপেম খের অভিনীত ছবিটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কে নিয়ে। ছবিটি আজ, শুক্রবার মুক্তি পেয়েছে। উরি: ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক। এই ঘটনা নিয়েই উরি ছবিটি তৈরি হয়েছে। ছবিতে রয়েছেন ভিকি কৌশল, কীর্তি কুলহারি, ইয়ামি গৌতম। গাল্লি বয়: রণবীর সিংহ এবং আলিয়া ভাট অভিনীত ছবির পরিচালক জোয়া আখতার। মুম্বাইয়ের স্ট্রিট র্যাপার ভিভিয়ান ফার্নান্ডেজ ও নাভেজ শেখের গল্প এটি। ছবিতে রয়েছেন কল্কি কোয়েচলিন। ঠাকরে: নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ছবিটি শিবসেনা প্রধান বালসাহেব ঠাকরের বায়োপিক। ছবিটি ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। ছবি মুক্তি পাচ্ছে জানুয়ারির শেষেই। মণিকর্ণিকা: ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। বিপরীতে রয়েছেন যিশু সেনগুপ্ত। ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। কেশরী: ১৮৯৭ সালে দশ হাজার আফগান সেনার সামনে দাঁড়িয়ে লড়েছিলেন একুশ জন শিখ জওয়ান। হার নিশ্চিত। তবুও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি কেউ। সারাগারির যুদ্ধে হাবিলদার ইশার সিংহ নেতৃত্ব দিয়েছিলেন। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। অনুরাগ সিংহ পরিচালিত ছবিটি মার্চে মুক্তি পাওয়ার কথা। সুপার থার্টি: গণিতবিদ আনন্দ কুমারের জীবনি নিয়ে এই ছবিটি। ছোটবেলা থেকেই যিনি অঙ্কের প্রতি আকৃষ্ট। অর্থাভাবে পিছিয়ে থাকা ছাত্রদের জন্য খোলেন কোচিং ইনস্টিটিউট। কোটায় ১ টাকার বিনিময়ে কোচিং ক্লাস চালু করেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। স্টুডেন্ট অব দ্য ইয়ার ২: বরুণ ধাওয়ান, আলিয়া ভাট নেই। এ ছবিতে রয়েছেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া, নবাগতা অনন্যা পাণ্ডে। চিট ইন্ডিয়া: সৌমিক সেন পরিচালিত ছবিটি মুক্তি পাওয়ার কথা এ বছরেই। ইমরান হাসমি, শ্রেয়া ধন্বন্তরি অভিনীত ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে মুক্তি পাওয়ার আগেই। ভারত: দক্ষিণ কোরীয় ছবি ওড টু মাই ফাদার ছবির রিমেক সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি। আলি আব্বাস জাফরের এই বিগ বাজেটের ছবিও মুক্তি পাওয়ার কথা এই বছরেই। সোনচিড়িয়া: অভিষেক চৌবে পরিচালিত ছবিতে রয়েছেন ভূমি পেডনেকর, সুশান্ত সিংহ রাজপুত, মনোজ বাজপেয়ী। ৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। ফকির অব ভেনিস: ফারহান আখতার, অণু কাপুর অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই। পাণিপথ: আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিতে অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত, কৃতি শ্যাননরা অভিনয় করছেন। পাণিপথের মিউজিক করছেন অজয়-অতুল। ছবি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। এমএ/ ১১:১১/ ১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FsKXez
January 12, 2019 at 05:25AM
11 Jan 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top