লস অ্যাঞ্জেলেস, ১১ ফেব্রুয়ারি- ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশে তখন ভোর সাড়ে ছয়টা। আমেরিকার সবচেয়ে সম্মানজনক সংগীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬১ তম আসরের লাল গালিচায় একে একে তারকারা হেঁটে আসছেন। জমকালো পোশাকে নামী-দামী তারকাদের ছবি তোলার জন্য ভিড় লেগে গেছে ফটোগ্রাফারদের। সেই সঙ্গে, সেরাদের নাম জানার অপেক্ষা। নানা কারণেই ঐতিহাসিক ছিল এবারের গ্র্যামি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলেছে সকাল ১০টা পর্যন্ত। জানিয়ে দেয়া হয়েছে সব বিভাগের সেরাদের নাম। এক নজরে দেখে নিন এবারের বিজয়ীদের তালিকা: সেরা অ্যালবাম- ক্যাসি মাসগ্র্যাভস: গোল্ডেন আওয়ার সেরা রেকর্ড- চাইল্ডিস গ্যামবিনো: দিস ইজ আমেরিকা সেরা গান- চাইল্ডিস গ্যামবিনো: দিস ইজ আমেরিকা সেরা নতুন শিল্পী- ডুয়া লিপা সেরা পপ (একক) গান- লেডি গাগা: জোয়ান সেরা পপ (দ্বৈত/দলীয়) গান- লেডি গাগা ও ব্র্যাডলি কুপার: শ্যালো সেরা ট্র্যাডিশনাল পপ অ্যালবাম- উইলি নেলসন: মাই ওয়ে সেরা পপ অ্যালবাম- আরিয়ানা গ্রান্ডে: সুইটেনার সেরা ড্যান্স রেকর্ডিং- সিল্ক সিটি ও ডুয়া লিপা ফিচারিং ডিপলো ও মার্ক রনসন: ইলেক্ট্রিসিটি সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম- জাস্টিস: ওম্যান ওয়ার্ল্ডওয়াইড সেরা রক পারফর্মেন্স- ক্রিস কর্নেল: হোয়েন ব্যাড ডাজ গুড সেরা মেটাল পারফর্মেন্স- হাই অন ফায়ার: ইলেক্ট্রিক মেসাইয়া সেরা রক অ্যালবাম- গ্রেটা ভ্যান ফ্লিট: ফ্রম দ্য ফায়ারস সেরা অলটারনেটিভ অ্যালবাম- বেক: কালারস সেরা আর অ্যান্ড বি পারফর্মেন্স- এইচ.ই.আর. ফিচারিং ড্যানিয়েল সিজার সেরা আরবান কনটেম্পরারি অ্যালবাম- দ্য কার্টারস: এভরিথিং ইজ লাভ সেরা র্যাপ সং- ড্র্যাক: গডস প্ল্যান সেরা র্যাপ অ্যালবাম- কার্ডি বি: ইনভেশন অব প্রাইভেসি সেরা কান্ট্রি অ্যালবাম- ক্যাসি মাসগ্র্যাভস: গোল্ডেন আওয়ার সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম- দ্য ব্র্যান্ডস ভিজিট প্রডিউসার অব দ্য ইয়ার- ফ্যারেল উইলিয়ামস সেরা মিউজিক ভিডিও- চাইল্ডিস গ্যামবিনো: দিস ইজ আমেরিকা এইচ/২২:৪২/১১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UMEhMK
February 12, 2019 at 04:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top