মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি- রণবীর সিং ও আলিয়া বাট অভিনীত ছবি গালি বয়। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে চমক দেখাচ্ছে। দুই দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে সাড়ে ৩২ কোটি রুপি। এছাড়া পুরো সপ্তাহ জুড়ে সিনেমাটি ধারাবাহিকতা রক্ষা করবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। বৃহস্পতিবার ৩ হাজার ৩৫০ স্ক্রিনে গালি বয় মুক্তি পেয়েছে। প্রথম দিনে সিনেমাটি ব্যবসা করেছে ১৯ কোটি ৪০ লাখ রুপি এবং দ্বিতীয় দিনে এর আয় ১৩ কোটি ১০ লাখ রুপি। র্যাপ গান ও মুম্বাইয়ের স্ট্রিট র্যাপারদের নিয়ে এই গালি বয় ছবির কাহিনী গড়ে উঠেছে। র্যাপারের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। মুম্বাইয়ের রাস্তার একজন আন্ডারডগ র্যাপার তিনি, যিনি পরে একজন খ্যাতনামা শিল্পী হয়ে ওঠেন। আলিয়া ভাট ও কল্কি কোয়েচলিন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এর আগে রণবীরের সিম্বা প্রথম দিনে ব্যবসা করে ২০ কোটি ৭২ লাখ। পদ্মাবতর আয় ছিল ১৯ কোটি। এর ফলে গালি বয় রণবীরের ক্যারিয়ারে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুধু আয়ের দিক থেকেই নয়, সিনেমাটিতে রণবীরের অভিনয়ও প্রশংসিত হচ্ছে। গালি বয়র আগে মুক্তি প্রাপ্ত কঙ্গনার মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসির প্রথম দিনের বক্স অফিসে আয় ছিল ৮ কোটি ৭৫ লাখ। আর ভিকি কৌশলের উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইকর বক্স অফিস কালেকশন ছিল ৮ কোটি ২৫ লাখ। এমইউ/০৬:৪৫/১৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2S3Uz21
February 17, 2019 at 12:42AM
16 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top