মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- পুলওয়ামার জঙ্গি হামলা ঘুম কেড়ে নিয়েছে গোটা দেশের। রাগে ফুঁসছে দেশবাসী। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে প্রতিটি প্রান্তে। এমন পরিস্থিতিতে তথাকথিত ধর্মনিরপেক্ষদের একহাত নিলেন সংগীত শিল্পী সোনু নিগম। বরাবরই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালবাসেন বলিউডের জনপ্রিয় এই গায়ক। যার জন্য কট্টরপন্থীদের রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। মাইক বাজিয়ে আজানের বিরুদ্ধে মন্তব্য করায় রীতিমতো হুমকি দেওয়া হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ফতোয়াও জারি হয়েছিল। তবে সেসব ভয় পাননি সোনু। পালটা দিতেও ছাড়েননি। এবারও তার ব্যতিক্রম হল না। যারা স্বাধীন কাশ্মীরের দাবি তুলে দেশের বুকে পাকিস্তানকে সমর্থন করে স্লোগান তোলে, তাদের তীব্র বাক্যবাণে বিঁধলেন সোনু নিগম। নিজের ফেসবুক পেজে একটি দেড় মিনিটের ভিডিও শেয়ার করেছেন সোনু। আর সেখানেই ধর্মনিরপেক্ষদের কটাক্ষ করেছেন তিনি। বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন ৪৯ জন জওয়ান। তারপর থেকেই রাজনীতি ভুলে জঙ্গি মোকাবিলায় একত্রিত হয়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, জওয়ানদের মৃত্যু বিফলে যাবে না। জঙ্গি মোকাবিলায় সেনাকে পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা করে শহিদ ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন খেলা থেকে বিনোদন, সব জগতের মানুষ। কিন্তু সোনু নিগম একটু অন্যভাবে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। আর তাই যাঁরা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, কটাক্ষের মধ্যে দিয়েই তাঁদের ভিতরকার সত্ত্বাকে জাগিয়ে তুলতে চাইলেন। ভিডিওতে সোনু বলেন, আগে ৪৪ জন সিআরপিএফ হোক কিংবা ৪৪০ জন। আপনি এত দুঃখ পাচ্ছেন কেন? এতে খারাপ লাগার কী হয়েছে? আপনি সেটা করুন, যেটা দেশের জন্য ঠিক। এসব ঘটনায় শোকপালন করা বন্ধ করুন। ওসব বরং আরএসএস, বিজেপি, হিন্দুবাদী সংগঠনগুলোর উপর ছেড়ে দিন। আপনি বরং ধর্মনিরপেক্ষরা যা করে, সেটা করুন। বলুন, ভারত তেরে টুকরে হোঙ্গে। (ভারত তোমার ভাগ হবে)। আফজল হাম শরমিন্দা হ্যায়। (আফজল আমরা লজ্জিত)। সাবাশ! ভারতে থাকতে হলে এমন ধর্মনিরপেক্ষ ভাবনাই দরকার। বন্দেমাতরম ভুল করেও বলবেন না। এখানে ওসব বলা বারণ। আর সিআরপিএফ-এর মৃত্যু খুব একটা বড় ব্যাপার নয়। চলুন। দেখা হবে আবার। নমস্কারও বলবেন না। লাল সেলাম। এভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনু। গায়কের এই সাহসী পদক্ষেপ প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SDTmnh
February 17, 2019 at 07:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top