বলিউডে স্পোর্টস ঘরানার সিনেমার বরাবরই কদর রয়েছে। এসব সিনেমা সবসময় ব্যবসাসফল না হলেও আলোচনা ছিল। সে কারণে এ ধরনের সিনেমা নিয়ে আগ্রহ কমছে না বলিউডের। আসছে দিনে নির্মাণ হবে বেশ কয়েকটি এ ঘরানার সিনেমা। এর মধ্যে কিছু সিনেমার শুটিং শুরু হয়েছে, কিছু সিনেমা শুধু ঘোষণা হয়েই আছে। তুষার হিরানন্দানির পরিচালনায় ,সান্ড কি আখ। কেন্দ্রীয় চরিত্রে আছেন তাপসী পান্নু, ভুমি পেড়নেকার। বিশ্বের সবচেয়ে বয়ষ্ক দুই শার্প শ্যুটারকে কেন্দ্র করেই এই ছবি। আশ্বিনী আইয়ার তিওয়ারির পরিচালনায় পাঙ্গা। কেন্দ্রীয় চরিত্রে আছেন কঙ্গনা রানাওয়াত, জাসসি গিল। একজন ন্যাশনাল লেভেল মহিলা কাবাডি খেলোয়াড় কে কেন্দ্র করেই এর স্টোরি। যিনি সমাজের বিভিন্ন বাধা-বিপত্তির সঙ্গে লড়াই করেন। কবির খান পরিচালিত ৮৩`। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রনভীর সিং, পংকজ ত্রিপাঠী, এমি ভির্ক, হার্ডি সান্ধু প্রমুখ। ১৯৮৩ এর ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট এ ভারতের বিশ্বকাপ জয়। কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রনভীর সিং। নিখিল আদভানির পরিচালনায় ১৯১১। কেন্দ্রীয় চরিত্রে আছেন জন আব্রাহাম। ১৯১১ তে হওয়া আইফা সেল্ড ক্যাম্পেইন। যেখানে, ভারতের মোহন বাগান হারিয়েছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টর মত টিমকে। কান্নন আইয়ারের অভিনব বিন্দ্রা বায়োপিক। হর্ষবর্ধন কাপুর, অনীল কাপুর মূল চরিত্রে অভিনয় করবেন। অলিম্পিক গোল্ড মেডেল বিজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার বায়োপিক এটি। এই সিনেমায় দেখানো হবে যে কিভাবে দুই দশকে অভিনব এর জীবন বদলে যায়। অমল গুপ্তার সাইনা। অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। হায়দ্রাবাদ এর একজন সাধারণ মেয়ের বিশ্বসেরা ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে ওঠার গল্প। রাজা কৃষনা মেননের পরিচালনায় ডিংকু সিং বায়োপিক। মূল চরিত্রে থাকবেন শাহিদ কাপুর। ভারতের অন্যতম সেরা বক্সিং প্লেয়ার ডিংকু সিং এর বায়োপিক এই মুভি। যার ক্যান্সারের সঙ্গেও লড়াই করতে হয়েছে। অমিত শর্মার পরিচালনায় সৈয়দ আব্দুর রহিমের বায়োপিক। প্রযোজনা ও অভিনয় করবেন অজয় দেবগন। গল্পটা ভারত ফুটবল দলের ১৯৫০-১৯৬৩ এর সময়ে থাকা কোচ এর। যার অধীনে দল অনেক সফলতা পেয়েছিল। ক্যান্সার আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে তার মৃত্যু হয়। প্রশান্ত সিংয়ের পরিচালনায় মুরলি-দ্য আনসাং হিরো। কেন্দ্রীয় চরিত্রে সুশান্ত সিং রাজপুত। ভারতীয় ক্রীড়াবিদ মুরলিকান্ত পেটকার এর বায়োপিক। যিনি প্রথমে একজন সেনা অফিসার ছিলেন। কিন্তু ১৯৬৫ এর ভারত-পাকিস্তান যুদ্ধে বিভিন্ন বাধার শিকার হন। শরীরে বিভিন্ন প্রতিবন্ধকতা এসে যায়। এরপর তিনি খেলাধুলায় এগিয়ে আসেন। প্রথম ভারতীয় হিসেবে প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি। এটা ছাড়াও তিনি ৫০ মিটার সাঁতারে বিশ্বরেকর্ড করেছিলেন। ইউটিভির প্রযোজক রন্নি স্ক্রুওয়ালা এর স্বত্ত্ব কিনে নিয়েছেন। সানিয়া মির্জা বায়োপিক- এ অনেক অভিনেত্রীরই অভিনয়ের কথা শোনা যায়। অনেকে বলে দীপিকার ব্যাডমিন্টনে দক্ষতা আছে। সে করতে পারে। আবার শ্রদ্ধা কাপুরের নামও শোনা যায়। জনপ্রিয় ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়াকে নিয়েও সিনেমার ঘোষণা এসেছে। পরিচালনা করবেন আনন্দ কুমার। তবে কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা বলা যাচ্ছে না। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় মিথালী রাজ। কিছুদিন আগেই তার বায়োপিক বানানোর রাইটস কিনেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। এখন পর্যন্ত পরিচালক কিংবা অন্যান্য কলাকুশলীর নাম ঘোষণা হয়নি। সোনাম কাপুর ও মালায়ালাম সুপারস্টার দুলকার সালমানের দ্য জয়া ফ্যাক্টর। পরিচালনা করবেন অভিষেক শর্মা। জয়া সোলানকি নামের একজন মেয়ে ঘটনাবশত ভারতের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দেখা করে। এরপর দলটার সাথে সে যুক্ত হয়ে পড়ে। এবং দলের লাকি চার্ম হয়ে যায়। এই কারণে মেয়েটার প্রতি ঘৃণা শুরু হয় জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের। কারণ, ম্যাচ ও কষ্ট করে জেতায়। আর টিম ম্যানেজমেন্ট ক্রেডিট দেয় ওই মেয়েকে। সিনেমাতে দুলকার সালমানের চরিত্রটা ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি`র একটা মডেল হবে। আর মুভির প্লট থাকবে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ। ভারতের একমাত্র মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে পুরষ্কার পাওয়া দীপা মালিক এর বায়োপিক এটা। সিনেমাটি প্রযোজনা করবেন ফারহান আখতার আর রিতেশ সিধওয়ানি। কে অভিনয় করবেন কিংভা কে পরিচালনা করবেন তার হদিস এখনো পাওয়া যায়নি। ভাগ মিলকা ভাগ জুটি ফের ফিরছেন পর্দায়। ছবির নাম তুফান। পরিচালনা করবেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতার। সিনেমায় ফারহান আখতার একজন বক্সিং প্লেয়ারের ভুমিকায় থাকবেন। অনূর্ধ্ব-১৪ বিশ্ব রাগবি কাপ ২০০৭ এ কালিঙ্গা ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্স এর ঐতিহাসিক বিজয়ের ঘটনা নিয়ে আনটাইটেলড রাগবি বেজড ফিল্ম। কেন্দ্রীয় চরিত্রে অভয় দেওল অভিনয় করবেন। পরিচালনা করবেন সাগর ভল্লাড়ি। এছাড়াও গোপিচান্দ, ধনচান্দ, পিভি সিন্দুর বায়োপিক নির্মাণ হবে বলে শোনা যাচ্ছে। এমএ/ ০৬:২২/ ০৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TpWd2N
March 04, 2019 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top