ঢাকা, ৩০ মার্চ- ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে বগুড়ার চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। জানা যায়, শুক্রবার রাতে বগুড়ায় জয়পুরহাট সমিতি নামে একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম। পরে স্থানীয় চারমাথা এলাকা থেকে প্রাইভেটকারে করে শহরের ম ম ইন হোটেলের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রাক তাকে বহনকারী প্রাইভেটকারকে ধাক্কা দিলে তিনি, তার সঙ্গে থাকা সেলিম এবং চালক আহত হন। এ সম্পর্কে জানতে মুঠোফোনে খুরশীদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ভালো আছি। এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলমের জন্ম ১৯৪৬ সালে। বেড়ে ওঠা পুরান ঢাকার আলাউদ্দীন রোড এলাকায়। তিন ভাই, দুই বোনের মধ্যে সবার বড় খুরশীদ আলম। তার বাবা এ এফ তসলিমউদ্দিন। ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল। খুরশীদ আলমের গাওয়া গানগুলোর মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে- মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি না, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে ইত্যাদি। আর/০৮:১৪/৩০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VcJMos
March 30, 2019 at 06:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top