কলকাতা, ২০ মে- ভারতের গণতন্ত্রের উৎসবে যোগ দিচ্ছেন রূপলি পর্দার তারকারা৷ কালি হাতে সেলফির রমরমা৷ বলিউডের নায়ক নায়িকাদের সে ছবি ইতিমধ্যেই দেখেছে দেশ৷ এবার পালা টলিউডের৷ রোববার চলছে শেষ ও সপ্তম দফার ভোট গ্রহণ। কলকাতার অনেক তারকাই কাজ বন্ধ রেখেছেন৷ উৎসাহ থাকলেও বিভিন্ন কারণে একাধিক তারকা ভোট দিতে পারবে না৷ সেই তালিকাটা নেহাত ছোট নয়৷ এবার ভোট দেয়া হচ্ছে না টলি কুইন ঋতুপর্ণা থেকে হট এন্ড হ্যান্ডসম অবীরের৷ একই অবস্থা শ্রাবন্তী, পাওলি ও পরমব্রতের৷ কারোর ব্যক্তিগত কাজ, কারোর আবার চলছে সিনেমার শুটিং৷ কেউ আবার ব্যস্ত ফিল্ম ফেসটিভ্যালে৷ ঋতুপর্ণা সেনগুপ্ত: টলিউডের হাই-প্রোফাইল অভিনেত্রী৷ ব্যস্ততাও তুঙ্গে৷ তবে আপাপতত ছুটি কাটাতে সিঙ্গাপুরে রয়েছেন তিনি৷ আগামী কয়েক সপ্তাহ সেখানেই থাকবেন এই চিত্রনায়িকা৷ যার কারণে এবারের লোকসভা নির্বাচনে ভোট দেয়া হলো না তার। আবীর চট্টোপাধ্যায়: সিনেমার কাজে আপাতত পশ্চমবঙ্গের বাইরে রয়েছেন আবীর৷ তাই গণতন্ত্রের উৎসবে হাতে কালি লাগবে না তার৷ আবীরের কথায়, ভোট দিতে না পারায় খারাপ লাগছে৷ কিন্তু পেশাগত তাগিদ উপেক্ষা করে রোববার কলকাতায় থাকা সম্ভব হচ্ছে না৷ পাওলি দাম: তার রূপের ছটায় বুঁদ সিনে প্রেমীরা৷ চোখের গভীরতা হিল্লোল তোলে বহু পুরুষের৷ কিন্তু জনতার লাইনে দাঁড়িয়ে এবার আর ভোট দেয়া হল না তার৷ তিনিও রয়েছেন কলকাতার বাইরে৷ পরমব্রত চট্টোপাধ্যায়: রাজনৈতিকভাবে সচেতন পরমব্রত চট্টোপাধ্যায়৷ ইচ্ছে ছিলো প্রবল৷ কিন্তু ভোট দিতে পারলেন না তিনিও৷ প্যাক্ট শিডিউলে কারনে শনিবার রাতেই কলকাতা ছেড়েছেন তিনি৷ তাই মোদী মমতার ১৯শের লড়াইয়ে অংশ নেয়া হলো না তার৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায়: সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন৷ মধুচন্দ্রিমায় বিদেশে রয়েছেন অভিনেত্রী৷ ছবিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷ যা নিয়ে চর্চার শেষ নেই৷ তাই মিছিলে মমতার পাশে প্রায় দেখতে পাওয়া এই অভিনেত্রীকে দেখা গেল না এবারের ভোটের ময়দানে৷ অর্পিতা চট্টোপাধ্যায়: কলকাতা ঠিকানা হলেও আপাতত ভিন শহরেই থাকেন টলিউডের ফাস্ট লেডি৷ কলকাতায় না ফেরার কারণে৷ সপ্তদশ লোকসভা ভোটে তিনিও অনুপস্থিত৷ মৈনাক ভৌমিক: আমেরিকায় বেড়ে ওঠা৷ সেখানকারই বাসিন্দা ছিলেন৷ পরে ভারতে আসা৷ জানা গিয়েছে পরিচালক মৈনাকের ভোটার কার্ড নেই৷ এছাড়াও নাম প্রকাশে অনইচ্ছুক অনেক তারকার ভোট দেয়ার ইচ্ছে থাকলেও অবশেষে নানা কারণে ভোট দিতে পারে নি। এমএ/ ০৫:০০/ ২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Eiqk3e
May 20, 2019 at 01:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top