জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নতুন আরো এক পরিচয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। এবার ঈদে এই অভিনেতাকে পাওয়া যাবে নাট্যকার হিসেবে। আসন্ন ঈদের জন্য একটি টেলিছবি ও একটি সাত পর্বের ধারাবাহিক নাটক লিখেছেন মোশাররফ করিম। টেলিছবির নাম গোপন থাক সত্য আর নাটকের নাম মনটা খারাপ হয়। দুটিই পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। দুটি নাটকেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মোশাররফ করিম নিজেই। সম্প্রতি মালেয়শিয়ার বিভিন্ন লোকেশনে এগুলোর দৃশ্যধারণ করা হয়েছে। নাটক লেখা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, লেখালেখির অভ্যাস বহু আগের। তবে নাটক লিখবো, এমন কোন পরিকল্পনা ছিল না। এটা অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটি করে বেশ উপভোগ করেছি। জানা গেছে, নাটক ও টেলিছবিটি দুটোই প্রচার হবে আরটিভিতে। আর এস/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30p8Agg
May 16, 2019 at 08:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top