জাজের হাত ধরে চলচ্চিত্রে আসা চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেকদিন ধরেই। পরে জানা গেলো আসল খবর, সত্যি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন তিনি। ১৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পাত্র আরাফাতের সঙ্গে আংটি বদল সম্পন্ন হয়েছে তার। গত ৯ মার্চ পারিবারিক আয়োজনে বাগদান হয় চিত্রনায়িকা তমা মির্জা ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতির। আর ৬ মে হলো বিয়ের অনুষ্ঠান। জানা গেল, বিয়েটা হয়েছে আরও আগে। অনেকে শুধু বাগদানের কথাটা জানলেও অনেকটা চুপিসারে সে সময়ই আকদ হয় তাদের। শোবিজে শুধু এ দুই নায়িকা নয়। আরো বেশ কয়েকজন নায়িকা এ বছরই বিয়ের পিড়িতে বসছেন বলে শোনা যায়। এর মধ্যে রয়েছে আইরিন সুলতানা, আঁচল, পপি, বিপাশা কবিররা। সানাই আরো আগেই ঘোষণা দিয়েছেন তিনি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। বাংলা চলচ্চিত্রের দুর্দশা চলছে বহুদিন ধরেই। সেখানে মাঝেমধ্যে দুয়েকজন নতুন নায়িকার আগমন ঘটে। আর সেই আগমনকে স্বাগতম জানানোর জন্য বাংলাদেশে বর্তমানে নির্মাতা নেই বললেই চলে। তাইতো এক কিংবা দুইটি সিনেমা করে উঠতি নায়িকারা ঝড়ে পড়ে। অন্য পেশায় মনোযোগি হয় তারা। যদি টিকে থাকতে চায়, সেটাও বেশ সংগ্রাম করে। উঠতি নায়িকাদের বাধ্য হয়ে মডেলিং কিংবা ছোট পর্দায় নাম লেখাতে হয়। এক নায়িকা অভিযোগ করে বলেন, বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান এক নায়িকাকে নিয়েই সিনেমা করবেন। নিজের প্রযোজনার সিনেমায় নিজেই অভিনয় করবেন। এগুলোতে তো ইন্ডাস্ট্রি চলে না। সিনিয়র অভিনয় যাদের আমরা বড় তারকা বলে জেনেছি ছোটবেলা থেকে। তারা সিনেমা থেকে দূরে সরে আছেন। মাঝেমধ্যে এফডিসিতে আসেন সভা সমাবেশের জন্য। তারা উদ্যোগি হয়ে যদি সিনেমা নির্মাণ করতেন। কিভাবে ছবি ব্যবসা করতে পারে তার জন্য বৈঠক করতেন। তাও কিছু সিনেমা নির্মাণ হতো। শিল্পটা বাচার সম্ভাবনা থাকতো। আরেকজন বলেন, অনেকে এই ইন্ডাস্ট্রি থেকে অনেক অর্থ সম্পদ গড়েছেন। কিন্তু যখন খারাপ সময়। আস্তে করে কেটে পড়েছেন। সিনিয়র নির্মাতারাও হাত গুটিয়ে বসে আছেন। তাহলে ইন্ডাস্ট্রি কিভাবে বাচঁবে? শুধু কথা বলে আর এক নায়কের ছবি হলে চালিয়ে তো সিনেমা চলবে না। আর/০৮:১৪/০১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EJBO0c
June 01, 2019 at 04:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন