ফ্যাশন, হিরোইন, কমান্ডো ছবিগুলোতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত আইয়ারি। এবার বাংলাদেশি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তিন দশক পর চলচ্চিত্র পরিচালনায় ফিরতে যাওয়া সি বি জামানের এডভোকেট সুরাজ ছবিতে শামস হাসান কাদিরের বিপরীতে অভিনয় করবেন পূজা। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এক ভিডিও বার্তায় পূজা বলেন, সবার জন্য সুখবর দিচ্ছি। আমি বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। দেখা হচ্ছে শিগগির। সি বি জামান ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার, শুভরাত্রি, হাসি, লাল গোলাপ-এর মতো ছবি পরিচালনা করেন। সর্বশেষ ১৯৯০ সালে তিনি নির্মাণ করেন কুসুমকলি। তিনি বলেন, গল্পের প্রয়োজনেই পূজাকে নেওয়া। কমান্ডোর মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পরিচিতি পেয়েছেন। আশা করছি, পূজা বলিউডের মতো বাংলাতেও ভালো করবেন। আর/০৮:১৪/৩০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ounsvl
September 30, 2019 at 05:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top