ঢাকা, ১৭ সেপ্টেম্বর - অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নামে অনলাইনে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার অনলাইনে ভাইরাল হয় ৩৪ সেকেন্ডের ভিডিওটি। যা অভিনেত্রী মেহজাবিনের নামে ছড়ানো হয়। এই নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন রিয়্যালিটি শো থেকে ওঠে আসা এই অভিনেত্রী ও তার পরিবার। এবিষয়ে জনপ্রিয় অভিনেত্রী বলেন, ভিডিওটি তার নয়। মিথ্যা খবর বা এই ধরনের ভিডিওতে বিশ্বাস না করার অনুরোধও করেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকেও অবহিত করেছেন বলে জানান। সোমবার রাতে ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মেহজাবীন। তিনি লেখেন, আজকে সামাজিক মাধ্যম ফেইসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না আরও লেখেন, আমি ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। ধন্যবাদ। এন এইচ, ১৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30466Hp
September 17, 2019 at 09:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন