বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী বা পরিবার পরিজনদের রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শুধু পাকিস্তান নয় ভারতীয় ক্রিকেট বোর্ডসহ বিশ্বের অন্যান্য ক্রিকেট বোর্ডগুলাও এই পথেই হাটে। তবে এই নিয়মের কট্টর সমালোচনা করেছেন সদ্য অবসর নেওয়া পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তার মতে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে পরিবারের লোকজন থাকলে তারা আরও ভালো খেলতে পারে। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সানিয়া বলেন, অনেক দলের ক্ষেত্রেই দেখি, তন্মধ্যে ক্রিকেট দলও রয়েছে; তাদের স্ত্রী-বান্ধবীদের সফরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয় না। কারণ দেখানো হয়, এতে দলের খেলোয়াড়দের মনঃসংযোগ নষ্ট হবে। তার প্রশ্ন? এর অর্থ কী? নারীরা এমন কী করে, যেজন্য পুরুষ খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যঘাত ঘটবে? তিনি বলেন, আসলে এটা বদ্ধমূল ধারণা। শিকড়ের সঙ্গে লেগে থাকা সমস্যা। স্পষ্টভাবে প্রকাশ্যে বলে, নারীরা পুরুষদের মন বিক্ষিপ্ত করে দেয়। ফলে তারা নিজেদের শক্তি-সামর্থ অনুযায়ী খেলতে পারে না। দুর্বল পারফরম্যান্স প্রদর্শন করে। সানিয়ার মতে, সফর চলাকালীন স্ত্রী-বান্ধবী সঙ্গে থাকলে আরও ভালো পারফরম করতে পারে খেলোয়াড়রা। কারণ, নিজ ঘরে ফেরার পর তারা খুশি থাকে। বউ-বাচ্চার মুখ দেখলে মনে শান্তি ফেরে। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LLFu5m
October 04, 2019 at 07:57AM
04 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top