ঢাকা, ৮ নভেম্বর- জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য শুধু বাংলাদেশিরাই বিবেচিত হবেন। বিদেশি কোনো নাগরিক এ পুরস্কার পাবেন না। পুরস্কারের জন্য আবেদন আহ্বান করে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন কথাই লেখা ছিল। আর তাতে স্বাক্ষর ছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানেরও। কিন্তু গতকাল বৃহস্পতিবার প্রকাশিত পুরস্কারপ্রাপ্তদের তালিকায় দেখা গেল ভিন্ন ঘটনা। সেখানে স্থান করেন নিলেন এক ভারতীয় নাগরিক। ভারতীয় ওই নাগরিকের নাম মো. কালাম। ঢাকা অ্যাটাক ছবির জন্য তিনি শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কৃত হচ্ছেন। ভারতে বসবাসকারী কালাম বাংলাদেশের বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। ২০১৭ ও ২০১৮ সালে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের জন্য শিল্পী ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের ঘোষণা করেছে সরকার। মোট ২৮টি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের নাম তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত পুরস্কারের তালিকায় ২০১৭ সালের সেরা ছবির পুরস্কার পেয়েছে ঢাকা অ্যাটাক ও একই ক্যাটাগরিতে ২০১৮ সালের পুরস্কার পেয়েছে পুত্র। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার হলো- এই তালিকায় মো. কালামের নামও রয়েছে, যা জাতীয় পুরস্কার পাওয়ার মানদণ্ডের স্পষ্ট লঙ্ঘন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির ১৪ তারিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এতে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামূল কবীর। জানতে চাইলে জুরি সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোনো বিদেশি নাগরিক পেতে পারেন না। জুরি হিসেবে নিজেই ছিলেন জানানোর পর তিনি বলেন, জুরিরা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন না। এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য লোক রয়েছেন। এ ব্যাপারে ঢাকা অ্যাটাক ছবির পরিচালক দীপংকর দীপনের দাবি, এ রকম শর্ত থাকার কথা তার জানা ছিল না। তিনি বলেন, আমি কাগজপত্র জমা দেইনি। প্রযোজক কাগজপত্র জমা দিয়েছিলেন, এ ব্যাপারে তিনিই বলতে পারবেন। ছবিটির প্রযোজক সানী সানোয়ার বলেন, মন্ত্রণালয়ের ঠিক করা নীতিমালা অনুযায়ীই আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম। যার কথা বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট অথবা পরিচয়পত্র না থাকায় তার নাম আমরা জমা দেইনি। এ সময় জুরি বোর্ডের কাছে তার কাজ হয়তো ভালো লেগেছিল তাই পুরস্কারে নাম আসতে পারে বলেও মন্তব্য করেন সানী সানোয়ার। এ ব্যাপারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, এটা ভুল হয়ে থাকতে পারে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুল সংশোধন করবেন। জানতে চাইলে টেলিফোনে ভারতীয় নাগরিক মো. কালাম বলেন, প্রথমত, আমি বাঙালি। তাই যেকোনো স্বীকৃতিই আমাকে ভালো কাজে উৎসাহিত করে। আমি খুশি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোনো বিদেশিকে দেওয়া যাবে না, এমন বিধান থেকে থাকলে আমি মনে করি চলচ্চিত্রের স্বার্থেই সেই বাধা তুলে দেওয়া উচিত। এন কে / ০৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2p0w3GJ
November 08, 2019 at 06:43PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.