কলকাতা, ১৬ নভেম্বর - কথা ছিল, ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। অসুস্থতার কারণে সেদিন তিনি আসতে পারেননি। গতকাল শুক্রবার সন্ধ্যায় নজরুল মঞ্চে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে মুম্বাই থেকে পাঠানো তাঁর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। সেখানে তিনি মজা করে বাংলায় বলেছেন, তাই তাই তাই, দিদির বাড়ি যাই, দিদির বাড়ি ভারি মজা, কিল-চড় নাই। এ সময় অনুষ্ঠানে আসা অতিথি আর দর্শকেরা দারুণ মজা পান। লাজুক হাসি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ হলো ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বলিউড তারকা শাবানা আজমি। তিনি বলেছেন, সিনেমা হলো সমাজের আয়না। মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সিনেমা সম্ভব নয়। তাই শিল্পীদের মতপ্রকাশের স্বাধীনতা বাঞ্ছনীয়। এই স্বাধীনতা না পেলে শিল্পীরা ছবি করতে পারেন না। শাবানা আজমি আরও বলেন, এর আগেও কলকাতায় এই উৎসবে এসেছি। এবার এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে। খুব ভালো লেগেছে। উৎসবে আন্তর্জাতিক বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে দ্য উইপিং উইমেন। পরিচালনা করেছেন জাইরো বাস্টামান্টে। পুরস্কার হিসেবে ৫১ লাখ রুপি পেয়েছে ছবিটি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন দ্য প্রিন্টেড বার্ড ছবির পরিচালক ভ্যাকলাভ মারহউল। তিনি পেয়েছেন ২১ লাখ রুপি। নেটপ্যাক পুরস্কার পেয়েছে গডেজ অ্যান্ড দ্য হিরো ছবি। পরিচালনা করেছেন আদিত্য কৃপালিনী। স্পেশাল জুরি পদক পেয়েছে রান কল্যাণী ছবি। এটি নির্মাণ করেছেন গীতা জে। ভারতীয় ভাষার ছবির মধ্যে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে পার্সেল ছবির পরিচালক ইদ্রাশীষ আচার্য। আর ভারতের সেরা ছবির সম্মান পেয়েছে মাইঘাট ক্রাইম নাম্বার ১০৩-২০০৫ । এটি নির্মাণ করেছেন অনন্ত মহাদেবন। উৎসবে যোগ দেওয়া দেশ-বিদেশের তারকাদের ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সিনেমায় কেউ কাজ করতে পারেন না। এখন এই মতপ্রকাশের স্বাধীনতা আরও বেশি করে দরকার। কারণ, সিনেমা সমাজের বাস্তব জীবনের কথা বলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির চেয়ারম্যান চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৮ নভেম্বর ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন বলিউড তারকা শাহরুখ খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী রাখী গুলজার, পরিচালক মহেশ ভাট ও ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী। আরও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, শতাব্দী রায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, রঞ্জিত মল্লিক, দেব, শুভশ্রী, ইন্দ্রানী হালদার, সোহম চক্রবর্তী, আবির প্রমুখ। সুত্র : প্রথম আলো এন এ/ ১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CMuHlZ
November 16, 2019 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top